History MCQ Questions in Bengali

ইতিহাস – সেট ৮ – মধ্যযুগ

History MCQ – Set 8 – Medieval India

১. দাম কি?

a. শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
b. আকবর প্রবর্তিত রৌপ্য মুদ্রা
c. শের শাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রা
d. শের শাহ প্রবর্তিত রৌপ্য মুদ্রা

উত্তর :
a. শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা

২. কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন?

a. আকবর
b. শাহজাহান
c. জাহাঙ্গীর
d. ঔরঙ্গজেব

উত্তর :
b. শাহজাহান

৩. শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান?

a. মান্ডু
b. রাইসিন
c. মেবার
d. কালিঞ্জর

উত্তর :
d. কালিঞ্জর

৪. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন?

a. ফারুকসিয়ার
b. দ্বিতীয় শাহ আলম
c. হিরো আলম
d. বাহাদুর শাহ জাফর

উত্তর :
d. বাহাদুর শাহ জাফর

৫. “শাহ-বুলান্দ-ইকবাল” – কার উপাধি ছিল?

a. ঔরঙ্গজেব
b. দারাশিকো
c. মুরাদ
d. শাহজাহান

উত্তর :
b. দারাশিকো

৬. কোন মুঘল সম্রাট রামদাসকে জমি দান করেছিলেন?

a. জাহাঙ্গীর
b. শাহজাহান
c. আকবর
d. হুমায়ুন

উত্তর :
c. আকবর

৭. কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

a. ১৫৪০
b. ১৫৩৯
c. ১৫৩৮
d. ১৫৪১

উত্তর :
a. ১৫৪০

৮. শের শাহের পূর্ব নাম কি ছিল?

a. জুনা খাঁ
b. ফরিদ খাঁ
c. উলুগ খাঁ
d. আসফ খাঁ

উত্তর :
b. ফরিদ খাঁ

৯. কোন বন্দর মুঘল সাম্রাজ্যের “সম্পদ ভান্ডার” নামে পরিচিত?

a. চট্টগ্রাম
b. কালিকট
c. সুরাট
d. মোখবন্দর

উত্তর :
c. সুরাট

১০. কোন মুঘল সম্রাট তাঁর গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে মারা যান?

a. বাবর
b. হুমায়ুন
c. আকবর
d. জাহাঙ্গীর

উত্তর :
b. হুমায়ুন

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button