QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫৪

Bengali Quiz – Set 54

১. সাদা কয়লা ( White Coal ) বলতে কি বোঝানো হয়?

উত্তর :
জলবিদ্যুৎ

২. ভারতের প্রথম চেস মাস্টার ( Chess Master ) কে ?

উত্তর :
ম্যানুয়েল আরন ( Manuel Aaron )

৩. কুমার সানুর আসল নাম কি?

উত্তর :
কেদার নাথ ভট্টাচার্য

৪. কোন পতঙ্গ কখনো ঘুমোই না?

উত্তর :
পিঁপড়ে

৫. ব্ল্যাক ফরেস্ট কোন দেশে দেখা যায়?

উত্তর :
জার্মানি

৬. প্রথম হ্যাপিনেস ডিপার্টমেন্ট চালু করেছে ভারতের কোন রাজ্য?

উত্তর :
মধ্যপ্রদেশ

৭. রাফায়েল নাদাল কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন?

উত্তর :
স্পেন

৮. ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :
ছত্রিশগড় (বিরল প্রজাতির বুনো মোষের জন্য বিখ্যাত)

৯. আই.সি.সি. এর সদর দপ্তর কোথায় ?

উত্তর :
দুবাই (ইউনাইটেড আরব আমিরাত)

১০. আঙুরে কোন অ্যাসিড থাকে?

উত্তর :
টারটারিক অ্যাসিড

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button