Science
বিজ্ঞান – সেট ২
Science – Set 2
১. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
উত্তর :
লিথিয়াম
২. আতশবাজিতে লাল রং কোন পদার্থের উপস্থিতির জন্য হয়?
উত্তর :
স্ট্রনসিয়াম
৩. আতশবাজিতে সবুজ রং কোন পদার্থের উপস্থিতির জন্য হয়?
উত্তর :
বেরিয়াম
৪. কৃত্রিম বৃষ্টি তৈরী করতে কোন যৌগ ব্যবহার করা হয়?
উত্তর :
সোডিয়াম আয়োডাইড
৫. বিশুদ্ধতম লোহা কোনটি ?
উত্তর :
রট আইরন
COPYRIGHT © 2018 বাংলা কুইজ
৬. হাইড্রোলিথ কাকে বলে?
উত্তর :
ক্যালসিয়াম হাইড্রাইড
৭. জলরোধক এবং আগুনরোধক কাপড় তৈরী করতে কোন কোন যৌগ ব্যবহৃত হয়?
উত্তর :
ক্যালসিয়াম হাইড্রাইড
৮. সাবমেরিন এবং হাসপাতালের বায়ু পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়?
উত্তর :
সোডিয়াম পারঅক্সাইড
৯. সোনা শক্ত করতে সোনার সাথে কোন মৌল মেশানো হয়?
উত্তর :
তামা
১০. বোকার সোনা ( Fool’s Gold) কাকে বলা হয়?
উত্তর :
আইরন পাইরাইটস
To check our latest Posts - Click Here