কমনওয়েলথ ২০১৮ – প্রশ্নোত্তর
Commonwealth Games 2018 – Questions & Answers
১. ২০১৮ সালের কমনওয়েলথ গেমস কোথায় হয়েছে?
[spoiler title=”উত্তর : “]অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং কুইন্সল্যান্ড শহরে[/spoiler]
২. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে?
[spoiler title=”উত্তর : “]বার্মিংহাম , ইংল্যান্ড[/spoiler]
৩. ২০২২ সালের কমনওয়েলথ গেমস প্রথমে কোথায় হবার কথা ছিল?
[spoiler title=”উত্তর : “]আফ্রিকার ডারবানে ( অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের ভেনু পরিবর্তন করে বার্মিংহাম করা হয়)[/spoiler]
৪. কতগুলি দেশ কমনওয়েলথ ২০১৮ গেমসে অংশগ্রহণ করেছে?
[spoiler title=”উত্তর : “]৭১ টি[/spoiler]
৫. কমনওয়েলথ গেমস ২০১৮ কে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন?
[spoiler title=”উত্তর : “]ওয়েলস এর রাজকুমার চার্লস[/spoiler]
৬. কমনওয়েলথ গেমস ২০১৮ এর মোটো কি?
[spoiler title=”উত্তর : “]”Share the Dream”[/spoiler]
৭. গোল্ডকোস্ট ২০১৮ এর ম্যাস্কটের নাম কি?
[spoiler title=”উত্তর : “]বরোবি[/spoiler]
৮. ভারতের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বহন করেন কে?
[spoiler title=”উত্তর : “]পি. ভি. সিন্ধু[/spoiler]
৯. ভারতের পক্ষ থেকে শেষ অনুষ্ঠানে পতাকা বহন করেন কে?
[spoiler title=”উত্তর : “]মেরি কম[/spoiler]
১০. গোল্ডকোস্ট ২০১৮ গেমসে ভারত মোট কতগুলি পদক পেয়েছে?
[spoiler title=”উত্তর : “]৬৬ টি[/spoiler]
১১. গোল্ডকোস্ট ২০১৮ গেমসে ভারত মোট কতগুলি স্বর্ণ পদক পেয়েছে?
[spoiler title=”উত্তর : “]২৬ টি[/spoiler]
১২. ভারতের কোন খেলোয়াড় গোল্ডকোস্ট ২০১৮ গেমসে স্বর্ণ পদক এবং যুগ্ম ভাবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন?
[spoiler title=”উত্তর : “]মনিকা বাত্রা[/spoiler]
১৩. প্রথম কোন ভারতীয় মহিলা কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে একক ভাবে স্বর্ণ পদক পেয়েছেন?
[spoiler title=”উত্তর : “]মনিকা বাত্রা[/spoiler]
১৪. ভারতের কোন খেলোয়াড় কমনওয়েলথ গেমসে প্রথম বর্শা ছোড়াতে স্বর্ণ পদক পেয়েছেন?
[spoiler title=”উত্তর : “]নিরাজ চোপড়া[/spoiler]
১৫. কোন মহিলা ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেছেন?
[spoiler title=”উত্তর : “]মেরি কম[/spoiler]
১৬. কমনওয়েলথ গেমস ২০১৮ এ ভারতের পক্ষ থেকে প্রথম পদক জয়ী কে?
[spoiler title=”উত্তর : “]ভারোত্তোলক গুরুরাজা পূজারী| পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছেন। ট্রাক চালকের ছেলে গুরুরাজা ভারতীয় বায়ুসেনার একজন কর্মী।[/spoiler]
১৭. কমনওয়েলথ গেমস ২০১৮ এ ভারতের পক্ষ থেকে প্রথম স্বর্ণ পদক জয়ী কে?
[spoiler title=”উত্তর : “]মীরাবাঈ চানু (মণিপুরের)[/spoiler]
১৮. কমনওয়েলথ গেমস ২০১৮-তে ভারতের কনিষ্ঠ ভারোত্তোলক হিসাবে কে পদক জিতেছেন?
[spoiler title=”উত্তর : “]দীপক লাথার ( Deepak Lather ) – ১৮ বছর বয়সী হরিয়ানার ছেলে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন [/spoiler]
To check our latest Posts - Click Here