Mixed GK QA

কমনওয়েলথ ২০১৮ – প্রশ্নোত্তর

Commonwealth Games 2018 – Questions & Answers

১. ২০১৮ সালের কমনওয়েলথ গেমস কোথায় হয়েছে?

উত্তর

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং কুইন্সল্যান্ড শহরে

২. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে?

উত্তর

বার্মিংহাম , ইংল্যান্ড

৩. ২০২২ সালের কমনওয়েলথ গেমস প্রথমে কোথায় হবার কথা ছিল?

উত্তর

আফ্রিকার ডারবানে ( অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের ভেনু পরিবর্তন করে বার্মিংহাম করা হয়)

৪. কতগুলি দেশ কমনওয়েলথ ২০১৮ গেমসে অংশগ্রহণ করেছে?

উত্তর

৭১ টি

৫. কমনওয়েলথ গেমস ২০১৮ কে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন?

উত্তর

ওয়েলস এর রাজকুমার চার্লস

৬. কমনওয়েলথ গেমস ২০১৮ এর মোটো কি?

উত্তর

“Share the Dream”

৭. গোল্ডকোস্ট ২০১৮ এর ম্যাস্কটের নাম কি?

উত্তর

বরোবি

৮. ভারতের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বহন করেন কে?

উত্তর

পি. ভি. সিন্ধু

৯. ভারতের পক্ষ থেকে শেষ অনুষ্ঠানে পতাকা বহন করেন কে?

উত্তর

মেরি কম

১০. গোল্ডকোস্ট ২০১৮ গেমসে ভারত মোট কতগুলি পদক পেয়েছে?

উত্তর

৬৬ টি

১১. গোল্ডকোস্ট ২০১৮ গেমসে ভারত মোট কতগুলি স্বর্ণ পদক পেয়েছে?

উত্তর

২৬ টি

১২. ভারতের কোন খেলোয়াড় গোল্ডকোস্ট ২০১৮ গেমসে স্বর্ণ পদক এবং যুগ্ম ভাবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন?

উত্তর

মনিকা বাত্রা

১৩. প্রথম কোন ভারতীয় মহিলা কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে একক ভাবে স্বর্ণ পদক পেয়েছেন?

উত্তর

মনিকা বাত্রা

১৪. ভারতের কোন খেলোয়াড় কমনওয়েলথ গেমসে প্রথম বর্শা ছোড়াতে স্বর্ণ পদক পেয়েছেন?

উত্তর

নিরাজ চোপড়া

১৫. কোন মহিলা ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেছেন?

উত্তর

মেরি কম

১৬. কমনওয়েলথ গেমস ২০১৮ এ ভারতের পক্ষ থেকে প্রথম পদক জয়ী কে?

উত্তর

ভারোত্তোলক গুরুরাজা পূজারী| পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছেন। ট্রাক চালকের ছেলে গুরুরাজা ভারতীয় বায়ুসেনার একজন কর্মী।

১৭. কমনওয়েলথ গেমস ২০১৮ এ ভারতের পক্ষ থেকে প্রথম স্বর্ণ পদক জয়ী কে?

উত্তর

মীরাবাঈ চানু (মণিপুরের)

১৮. কমনওয়েলথ গেমস ২০১৮-তে ভারতের কনিষ্ঠ ভারোত্তোলক হিসাবে কে পদক জিতেছেন?

উত্তর

দীপক লাথার ( Deepak Lather ) – ১৮ বছর বয়সী হরিয়ানার ছেলে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন

 

Back to top button
error: Alert: Content is protected !!