Bengali MythologyQuiz
বাংলা মিথোলজি – সেট ৬
১. বিষ্ণুদেবের একনিষ্ঠ ভক্ত তথা বৈকুন্ঠের দ্বার রক্ষক জয় ও বিজয় ত্রেতা যুগে কি নামে অবতার নিয়েছিলেন?
উত্তর :
রাবণ ও কুম্ভকর্ণ
২. বিষ্ণুর আরাধ্য দেবতা কে?
উত্তর :
মহাদেব
৩. হনুমানের পিতা ও মাতার নাম কি?
উত্তর :
পিতা – কেশরী , মাতা – অঞ্জনা
৪. সমুদ্রমন্থন এর সময় যে বিষটি সমুদ্রগর্ভ থেকে নির্গত হয়েছিল তার নাম কি?
উত্তর :
হলাহল বা কালকূট বিষ
৫. হলাহল থেকে সমগ্র সংসার কে বাঁচাতে কে এই বিষ পান করেন?
উত্তর :
মহাদেব
৬. হলাহল বিষ পান করার পরে মহাদেব মূর্ছিত হয়ে পড়েন | তখন তাঁকে কে রক্ষা করেন?
উত্তর :
মহাকালী
৭. সমুদ্রমন্থনের আসল উদ্দেশ্য কি ছিল?
উত্তর :
মহালক্ষীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনা এবং অমৃত লাভ
৮. পুরান কয়টি ?
উত্তর :
১৮ টি
৯. মা মনসা কার মানস কন্যা ?
উত্তর :
মহাদেব
১০. মা মনসার ভালো নাম কি?
উত্তর :
পদ্মাবতী
To check our latest Posts - Click Here