Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ৬

১. বিষ্ণুদেবের একনিষ্ঠ ভক্ত তথা বৈকুন্ঠের দ্বার রক্ষক জয় ও বিজয় ত্রেতা যুগে কি নামে অবতার নিয়েছিলেন?

উত্তর

রাবণ ও কুম্ভকর্ণ

২. বিষ্ণুর আরাধ্য দেবতা কে?

উত্তর

মহাদেব

৩. হনুমানের পিতা ও মাতার নাম কি?

উত্তর

পিতা – কেশরী , মাতা – অঞ্জনা

৪. সমুদ্রমন্থন এর সময় যে বিষটি সমুদ্রগর্ভ থেকে নির্গত হয়েছিল তার নাম কি?

উত্তর

হলাহল বা কালকূট বিষ

৫. হলাহল থেকে সমগ্র সংসার কে বাঁচাতে কে এই বিষ পান করেন?

উত্তর

মহাদেব

৬. হলাহল বিষ পান করার পরে মহাদেব মূর্ছিত হয়ে পড়েন | তখন তাঁকে কে রক্ষা করেন?

উত্তর

মহাকালী

৭. সমুদ্রমন্থনের আসল উদ্দেশ্য কি ছিল?

উত্তর

মহালক্ষীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনা এবং অমৃত লাভ

৮. পুরান কয়টি ?

উত্তর

১৮ টি

৯. মা মনসা কার মানস কন্যা ?

উত্তর

মহাদেব

১০. মা মনসার ভালো নাম কি?

উত্তর

পদ্মাবতী

Tags

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

Back to top button
Close