বন্দে ভারত এক্সপ্রেস
সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আগের নাম ছিল Train 18
Fact No 1
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
২০১৯ সালের ২৭শে জানুয়ারি এটির নাম রাখা হয় বন্দে ভারত এক্সপ্রেস
Fact No 2
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক গতি সর্বাধিক ১৬০ কিমি প্রতি ঘন্টা , যদিও এটিকে টেস্টিং করা হয়েছে ১৮০ কিমি প্রতি ঘন্টাতে
Fact No 3
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলেছিল নতুন দিল্লি ও বারাণসীর মধ্যে।
Fact No 4
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেসগুলি তৈরী হয়েছে চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে।
Fact No 5
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
এটি স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা এটিকে হালকা ওজনের এবং শক্তি সাশ্রয়ী করে তুলেছে ।
Fact No 6
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
এই ট্রেনের ভাড়া সাধারণ শতাব্দী এক্সপ্রেসের চেয়ে বেশি, তবে রাজধানী এক্সপ্রেসের চেয়ে কম।
Fact No 7
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
এতে Wi-Fi, GPS-ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা এবং CCTV ক্যামেরার মতো সুবিধা রয়েছে।
Fact No 8
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ইঞ্জিনবিহীন ট্রেন।
Fact No 9
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
নিরাপদ এবং দ্রুত পরিচালনার জন্য ট্রেনটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) এবং স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ (ATC) সিস্টেম দ্বারা সজ্জিত।
Fact No 10
www.banglaquiz.in
বন্দে ভারত এক্সপ্রেস
এই রকম আরও সুন্দর সুন্দর টপিকের জন্য আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।
Thank You
www.banglaquiz.in
BanglaQuiz