২০২২ সালে মেডিসিন নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের - সোভান্তে পাবো।
পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পুরস্কার জিতেছেন -
ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট, অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার এবং আমেরিকার জন ক্লজার।
রসায়ন
রসায়নে যুগ্মভাবে নোবেল পুরস্কার পেয়েছেন -
আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজি, ডেনমার্কের মর্টেন মেল্ডল এবং আমেরিকার কে. ব্যারি সার্পলেস।
সাহিত্য
২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ফ্রান্সের অ্যানি এরনও।
শান্তি
শান্তিতে যুগ্ম ভাবে নোবেল পেয়েছেন - বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস।
অর্থনীতি
এবারে অর্থনীতিতে যে তিনজন যুগ্মভাবে নোবেল পুরস্কার পেয়েছেন - আমেরিকার বেন বার্নান, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ।
নোবেল পুরস্কার সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন
নোবেল পুরস্কার
দেখে নেওয়া যাক নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য
– আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।– প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল - পদার্থবিজ্ঞানরসায়নচিকিৎসা শাস্ত্রঅর্থনীতিসাহিত্য এবংশান্তি ।
প্রথম অর্থনীতিতে নোবেল পান ১৯৬৯ সালে - রাগ্নার ফ্রিশ এবং ইয়ান টিনবার্গেন |– নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয় ।
সুইডেনের স্টকহোম থেকে নোবেল দেওয়া হয় শুধু মাত্র শান্তিতে নোবেল ছাড়া । শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের অসলো থেকে |