26th October Current Affairs in Bengali 

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 

দেখে নিন একঝলকে 

সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার সর্বোচ্চ পুরস্কার 'The Order of the Long Leaf Pine'-এ ভূষিত হলেন? 

উত্তর : স্বদেশ চ্যাটার্জি

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? 

উত্তর : সঙ্গীতা ভার্মা

কোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সম্প্রতি Google এর উপর ৯৩৬ কোটি টাকার বেশি জরিমানা আরোপ করেছে? 

উত্তর : কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)

কোন দেশ ২০২৩ সালে ৯১তম INTETPOL সাধারণ পরিষদের আয়োজন করবে? 

উত্তর : অস্ট্রিয়া

অন্ধদের জন্য তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 

উত্তর : ভারত

মার্কিন মুদ্রায় স্থান পাওয়া প্রথম এশিয়ান আমেরিকান হয়ে উঠলেন কে? 

উত্তর : আনা মে ওয়্যাং

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? 

উত্তর : এলিজাবেথ জোন্স

Spiecal 5 Static GK Questions of Today 

মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?  

উত্তর : আমেরিকা 

কোন সুলতানকে "সুলতানি যুগের আকবর" বলা হয় ?  

উত্তর : ফিরোজ শাহ তুঘলক 

ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত? 

উত্তর : অস্মক 

জলবিষুব কোন্ তারিখে হয় ? 

উত্তর : ২৩ সেপ্টেম্বর 

সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে  ?

উত্তর : অবলোহিত রশ্মি 

এরকম আরও সুন্দর সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চেক করুন আমাদের ওয়েবসাইট