Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. করিম বেনজেমা সম্প্রতি কোন খেলা থেকে অবসরের ঘোষণা করেছেন?

(A) ক্রিকেট
(B) হকি
(C) বাস্কেটবল
(D) ফুটবল

উত্তর
(D) ফুটবল

  • ফরাসি ফুটবলার করিম বেনজেমা ২০শে ডিসেম্বর ২০২২-এ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন।
  • তিনি ৯৭টি খেলায় মোট ৩৭টি গোল করে ফ্রান্সের সাথে তার যাত্রা শেষ করেছেন।
  • ২০০৭ সালের মার্চ মাসে অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে তার অভিষেক হয়।

২. আবিগেল কিনোইকি কেকাউলিকে কাওয়ানানকোয়া সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোথাকার রাজকুমারী ছিলেন?

(A) বোরা বোরা
(B) হাওয়াই
(C) ফিজি
(D) গুয়াম

উত্তর
(B) হাওয়াই

  • হাওয়াইয়ান রাজকুমারী ৯৬ বছর বয়সে হাওয়াইয়ের হনলুলুতে প্রয়াত হয়েছেন।
  • তিনি ২৩শে এপ্রিল ১৯২৬-তে হাওয়াই অঞ্চলের হনলুলু, ওহুতে জন্মগ্রহণ করেছিলেন।
  • হাওয়াই স্টেটের শাসকদের রাজকীয় বাসভবন, ইওলানি প্রাসাদ, আমেরিকা যুক্তরাষ্ট্রের একমাত্র রাজকীয় বাসভবন।

৩. কোন দেশ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৩তম বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ওমান
(C) কাতার
(D) সৌদি আরব

উত্তর
(A) সংযুক্ত আরব আমিরাত

  • WTO এর ১২ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভাতে ১২ই জুন থেকে ১৭ই জুন, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
  • প্রতি দুই বছরে এক বার এই সম্মেলন হয়।
  • WTO এর মহাপরিচালক: ডঃ এনগোজি-ওকোনজো-ইওয়ালা।

৪. পাকিস্তানের বিরুদ্ধে চলমান তৃতীয় ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে কম বয়সী পুরুষদের টেস্ট ক্রিকেটার হয়ে উঠলেন কে?

(A) টম পার্স্ট
(B) তাবরেজ শামসি
(C) সনি বেকার
(D) রেহান আহমেদ

উত্তর
(D) রেহান আহমেদ

  • ইংল্যান্ডের লেগ-স্পিনার রেহান আহমেদ ১৯শে ডিসেম্বর ২০২২-এ পাকিস্তানের বিরুদ্ধে চলমান তৃতীয় ম্যাচে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে কম বয়সী পুরুষদের টেস্ট ক্রিকেটার হয়ে উঠেছেন।
  • পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচের সময় ১৮ বছর ১২৬ দিন বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়।

৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে “গৃহ প্রবেশ” কর্মসূচি চালু করেছেন?

(A) আগরতলা
(B) আইজল
(C) কোহিমা
(D) আহমেদাবাদ

উত্তর
(A) আগরতলা

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলায় প্রায় দুই লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে ও গ্রামীণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য “গৃহ প্রবেশ” কর্মসূচি শুরু করেছেন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা এবং মেঘালয়ে ৬,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
  • আগরতলা ত্রিপুরার রাজধানী।

৬. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দ্বারা চালু করা দেশের প্রথম গ্রীন স্টিল ব্র্যান্ডের নাম কী?

(A) Kalyani Ferresta
(B) Iberdrola
(C) HBIS group
(D) Zeremis

উত্তর
(A) Kalyani Ferresta

  • ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২১শে ডিসেম্বর, ২০২২-এ ভারতের প্রথম গ্রীন স্টিল ব্র্যান্ড কল্যাণী ফেরেস্তার উন্মোচন করেছেন।
  • এই স্টিল প্ল্যান্টের ফলে কোনো রকম কার্বন দূষণ হবেনা।

৭. কোন প্রতিষ্ঠান ‘Coal 2022: Analysis and Forecast to 2025’ প্রতিবেদন প্রকাশ করেছে?

(A) World Bank
(B) FAO
(C) UNEP
(D) IEA

উত্তর
(D) IEA

  • বিশ্লেষণ অনুসারে, বিশ্বব্যাপী কয়লা ব্যবহার ২০২২ সালে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে যার বেশিরভাগই ভারত, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং চীনে হয়েছে।

৮. প্রজেক্ট 75 এর পঞ্চম স্করপেন সাবমেরিনের নাম কি?

(A) INS Kalavari
(B) INS Kharanj
(C) INS Vagir
(D) INS Khanderi

উত্তর
(C) INS Vagir

  • Project 75 এর পঞ্চম সাবমেরিন, INS Vagir, ভারতীয় নৌবাহিনীর কাছে ২০শে ডিসেম্বর, ২০২২-এ হস্তান্তর করা হয়েছে।
  • Project 75 এর অধীনে ছয়টি স্করপেন-স্টাইলের সাবমেরিন তৈরির কল্পনা রয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button