24th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
24th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৪শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. হেলথকেয়ার সেক্টরে ড্রোন চালু করা প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠলো কোনটি?
(A) উত্তরাখণ্ড
(B) মেঘালয়
(C) আসাম
(D) পাঞ্জাব
- উত্তরাখণ্ড স্বাস্থ্যসেবা খাতে ড্রোন চালু করা প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রেডক্লিফ লাইফটেকের একটি ইউনিট রেডক্লিফ ল্যাবস, দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রথম বাণিজ্যিক ড্রোন ফ্লাইট নিয়ে এসেছে।
২. সম্প্রতি কে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন?
(A) বিনয় কুমার সাক্সেনা
(B) নীরজ ঠাকুর
(C) রাকেশ আস্থানা
(D) সত্যপাল মালিক
- বিনয় কুমার সাক্সেনা দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন।
- বিনয় কুমার সাক্সেনা বর্তমানে খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের (KVIC) চেয়ারম্যান।
- ২০১৫ সালে তিনি এই পদে নিয়োগ পান।
- সাক্সেনা অনিল বৈজলের স্থলাভিষিক্ত হবেন যিনি ১৮ই মে “ব্যক্তিগত কারণ” উল্লেখ করে পদ থেকে পদত্যাগ করেছিলেন।
৩. কাকে সম্প্রতি ২০২১ সালের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড – আইয়াল অ্যাওয়ার্ড -এর জন্য নির্বাচিত করা হয়েছে?
(A) মুতুলিঙ্গম
(B) এ.আর. ভেঙ্কটাচলপ্যাথি
(C) চো ধর্মন
(D) অরবিন্দন নীলকন্দন
- তিনি একজন ইতিহাসবিদ এবং মাদ্রাজ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক।
- আইয়াল অ্যাওয়ার্ড হল একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যা তামিল সাহিত্যের বৃদ্ধি বা অধ্যয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন কাউকে প্রতি বছর দেওয়া হয়।
৪. কোন রাজ্য সম্প্রতি ১২ তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২ জিতেছে?
(A) কেরালা
(B) হরিয়ানা
(C) তামিলনাড়ু
(D) পাঞ্জাব
- ২২শে মে ইমফলে ঝাড়খণ্ডকে ফাইনালে পরাজিত করার পর হরিয়ানা ১২তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২-এর বিজয়ী হয়েছে।
- উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে।
- ১১ থেকে ২২শে মে ২০২২ পর্যন্ত মণিপুরের ইম্ফলে, অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ২৫ টি দল অংশগ্রহণ করেছিল।
৫. সম্প্রতি কে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মহিলাদের ১০০ মিটার হার্ডল জাতীয় রেকর্ড ভেঙেছে?
(A) ললিতা বাবর
(B) জ্যোতি ইয়ারাজি
(C) হিমা দাস
(D) দুতি চাঁদ
- জ্যোতি ইয়ারাজি U.K-তে Loughborough International Athletics Meet এ ইভেন্ট জেতার সময় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মহিলাদের ১০০ মিটারের হার্ডলের জাতীয় রেকর্ড ভেঙে ফেলেছেন।
- ২৩শে মে অন্ধ্র প্রদেশের ২২ বছর বয়সী এই মহিলা ১৩.১১ সেকেন্ড সময় নিয়ে তার নিজের ১৩.২৩ সেকেন্ডের আগের জাতীয় রেকর্ডটি ভেঙেছেন।
৬. Jet Airways এর চিফ ডিজিটাল অফিসার (CDO) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) মার্ক টার্নার
(B) বিশেষ খান্না
(C) প্রভ শরণ সিং
(D) এইচ আর জগন্নাথ
- Jet Airways প্রভ শরণ সিংকে চিফ ডিজিটাল অফিসার, এইচ আর জগন্নাথকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট, মার্ক টার্নারকে ইনফ্লাইট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট এবং বিশেষ খান্নাকে সেলস, ডিস্ট্রিবিউশন এবং কাস্টমার এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে।
[/spoiler]
৭. অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৩-২ গোলে জয়ের পর নিচের কোন দল সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হয়েছে?
(A) লিভারপুল
(B) চেলসি
(C) প্যারিস সেন্ট জার্মেই
(D) ম্যানচেস্টার সিটি
- ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।
- প্রত্যেক সিজন সাধারণত আগস্ট থেকে পরের বছরের মে পর্যন্ত চলে এবং প্রতিটি দল ৩৮টি করে ম্যাচ খেলে।
- এটি ছিল ম্যানচেস্টারের পাঁচটি সিজনের মধ্যে জয়।
৮. নিচের কোন দেশে প্রথম মাঙ্কিপক্স রোগীদের জন্য ২১ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে?
(A) জার্মানি
(B) ব্রাসেলস
(C) নেদারল্যান্ডস
(D) বেলজিয়াম
- বেলজিয়ামে ৪টি মাঙ্কিপক্স-এর কেস ধরা পড়ার পরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
- মাঙ্কিপক্স হল গুটিবসন্তের মতো একই পরিবারের একটি রোগ এবং লক্ষণগুলির মধ্যে রয়েছে একটি স্বতন্ত্র ফুসকুড়ি, জ্বর, পেশীতে ব্যথা এবং মাথাব্যথা।
- এটি গুটিবসন্তের চেয়ে কম মারাত্মক, মৃত্যুর হার চার শতাংশের নিচে।
৯. ২৪শে মে ২০২২ এ কাজী নজরুল ইসলামের কত তম জন্মবার্ষিকী উদযাপিত হল?
(A) ১৯৯ তম
(B) ১২৩ তম
(C) ১২০ তম
(D) ১০০ তম
- কাজী নজরুল ইসলাম ২৪শে মে ১৮৯৯ সালে বর্তমান পশ্চিম বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে অংশগ্রহন করেন।
- তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন।
- এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে “ধূমকেতু” বলে ডাকতেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here