জাতীয় ক্রীড়া দিবস
প্রিয় পাঠকেরা, আজ ২৯ শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস । সারা ভারত জুড়ে পালিত হয় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস।
আজ এই জাতীয় ক্রীড়া দিবসে তোমাদের জন্য দেওয়া রইলো খেলাধুলার একটি কুইজ সেট ।
১. স্যার ডন ব্র্যাডম্যান কে স্ট্যাম্প আউট করেছিলেন একমাত্র কোন ভারতীয় উইকেটকিপার?
[spoiler title=”উত্তর : “]প্রবীর সেন। ইনার নামে বর্তমানে কলকাতাতে পি. সেন ট্রফি খেলা হয়।[/spoiler]
২. ১৯১১ সালের I.F.A শিল্ড ফাইনালে বুট পরিধান করে খেলা একমাত্র মোহনবাগানী প্লেয়ার কে ছিলেন?
[spoiler title=”উত্তর : “]সুধীর চ্যাটার্জী[/spoiler]
৩. বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত?
[spoiler title=”উত্তর : “]হকি, ১৮৯৫ সাল থেকে এটি অনুষ্ঠিত হয়।[/spoiler]
৪. আধুনিক অলিম্পিকে প্রথম ভারতের হয়ে কে পদক জেতেন?
[spoiler title=”উত্তর : “]নরম্যান ফিচার্ড[/spoiler]
৫. আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে ভারতের হয়ে অংশগ্রহণকারী প্রথম বাঙালি ক্রিকেটার কে ছিলেন?
[spoiler title=”উত্তর : “]সুব্রত ব্যানার্জী (১৯৯২)[/spoiler]
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল ]
৬. “তিন কন্যা”- অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবিতে কোন ক্রিকেটারকে অভিনয় করতে দেখা যায়?
[spoiler title=”উত্তর : “]রণদেব বসু[/spoiler]
৭. “Straight from the Heart: An Autobiography”- কোন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনীমূলক গ্রন্থ?
[spoiler title=”উত্তর : “]কপিল দেব[/spoiler]
[ আরো দেখে নাও – বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]
৮. ভারতবর্ষের প্রাচীনতম খেলা কোনটি?
[spoiler title=”উত্তর : “]রথের দৌড়[/spoiler]
৯. আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে 6 টি বলে 6 টি চার মেরে কোন ভারতীয় ক্রিকেটার রেকর্ড করেন?
[spoiler title=”উত্তর : “]সন্দীপ পাতিল[/spoiler]
১০. ভারতবর্ষের জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন, আবার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্বও করেছেন, একমাত্র কোন ক্রীড়াব্যক্তিত্ব?
[spoiler title=”উত্তর : “]চুনী গোস্বামী[/spoiler]
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]
১১. “THE WIZARD”- এই নামে কোন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিত ছিলেন?
[spoiler title=”উত্তর : “]ধ্যানচাঁদ[/spoiler]
১২. আধুনিক অলিম্পিকে কত খ্রিস্টাব্দে প্রথম বারের জন্য ভারতীয় হকি টিম স্বর্ণপদক জিতেছিল?
[spoiler title=”উত্তর : “]১৯২৮[/spoiler]
১৩. 1996 সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল কোন বিখ্যাত ক্রিকেটারের?
[spoiler title=”উত্তর : “]রাহুল দ্রাবিড়[/spoiler]
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
১৪. পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্যারাম প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন, ১৯৯৬ সালে ক্যারামে বেঙ্গল চ্যাম্পিয়ন ও হয়েছিলেন, কোন বিখ্যাত অভিনেতা?
[spoiler title=”উত্তর : “]অভিনেতা জিৎ[/spoiler]
১৫. জীবনের শেষ টেস্ট ইনিংসে সৌরভ গাঙ্গুলী কত রানে আউট হয়েছিলেন?
[spoiler title=”উত্তর : “]শূণ্য[/spoiler]
[ আরো দেখে নাও – টোকিও অলিম্পিকে ভারত India at Tokyo Olympics ]
To check our latest Posts - Click Here