জাতীয় ক্রীড়া দিবস
প্রিয় পাঠকেরা, আজ ২৯ শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস । সারা ভারত জুড়ে পালিত হয় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস।
আজ এই জাতীয় ক্রীড়া দিবসে তোমাদের জন্য দেওয়া রইলো খেলাধুলার একটি কুইজ সেট ।
১. স্যার ডন ব্র্যাডম্যান কে স্ট্যাম্প আউট করেছিলেন একমাত্র কোন ভারতীয় উইকেটকিপার?
২. ১৯১১ সালের I.F.A শিল্ড ফাইনালে বুট পরিধান করে খেলা একমাত্র মোহনবাগানী প্লেয়ার কে ছিলেন?
৩. বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত?
৪. আধুনিক অলিম্পিকে প্রথম ভারতের হয়ে কে পদক জেতেন?
৫. আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে ভারতের হয়ে অংশগ্রহণকারী প্রথম বাঙালি ক্রিকেটার কে ছিলেন?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল ]
৬. “তিন কন্যা”- অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবিতে কোন ক্রিকেটারকে অভিনয় করতে দেখা যায়?
৭. “Straight from the Heart: An Autobiography”- কোন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনীমূলক গ্রন্থ?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]
৮. ভারতবর্ষের প্রাচীনতম খেলা কোনটি?
৯. আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে 6 টি বলে 6 টি চার মেরে কোন ভারতীয় ক্রিকেটার রেকর্ড করেন?
১০. ভারতবর্ষের জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন, আবার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্বও করেছেন, একমাত্র কোন ক্রীড়াব্যক্তিত্ব?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]
১১. “THE WIZARD”- এই নামে কোন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিত ছিলেন?
১২. আধুনিক অলিম্পিকে কত খ্রিস্টাব্দে প্রথম বারের জন্য ভারতীয় হকি টিম স্বর্ণপদক জিতেছিল?
১৩. 1996 সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল কোন বিখ্যাত ক্রিকেটারের?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
১৪. পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্যারাম প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন, ১৯৯৬ সালে ক্যারামে বেঙ্গল চ্যাম্পিয়ন ও হয়েছিলেন, কোন বিখ্যাত অভিনেতা?
১৫. জীবনের শেষ টেস্ট ইনিংসে সৌরভ গাঙ্গুলী কত রানে আউট হয়েছিলেন?
[ আরো দেখে নাও – টোকিও অলিম্পিকে ভারত India at Tokyo Olympics ]
To check our latest Posts - Click Here