QuizQuiz

জাতীয় ক্রীড়া দিবস – National Sports Day । কুইজ সেট – ১৫৩

Quiz on National Sports Day

জাতীয় ক্রীড়া দিবস

প্রিয় পাঠকেরা, আজ ২৯ শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস । সারা ভারত জুড়ে পালিত হয় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস।

জানো কি, ১৯০৫ সালে এই দিনটিতেই জন্মেছিলেন হকির জাদুকর মেজর ধ্যান চাঁদ । দেশের হয়ে অলিম্পিকের (১৯২৮, ১৯৩৪, ১৯৩৬) আসর থেকে তিনবার স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন ধ্যান চাঁদ। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ২৯ শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

আজ এই জাতীয় ক্রীড়া দিবসে তোমাদের জন্য দেওয়া রইলো খেলাধুলার একটি কুইজ সেট ।

১. স্যার ডন ব্র্যাডম্যান কে স্ট্যাম্প আউট করেছিলেন একমাত্র কোন ভারতীয় উইকেটকিপার?
[spoiler title=”উত্তর : “]প্রবীর সেন। ইনার নামে বর্তমানে কলকাতাতে পি. সেন ট্রফি খেলা হয়।[/spoiler]


২. ১৯১১ সালের I.F.A শিল্ড ফাইনালে বুট পরিধান করে খেলা একমাত্র মোহনবাগানী প্লেয়ার কে ছিলেন?
[spoiler title=”উত্তর : “]সুধীর চ‍্যাটার্জী[/spoiler]


৩. বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত?
[spoiler title=”উত্তর : “]হকি, ১৮৯৫ সাল থেকে এটি অনুষ্ঠিত হয়।[/spoiler]


৪. আধুনিক অলিম্পিকে প্রথম ভারতের হয়ে কে পদক জেতেন?
[spoiler title=”উত্তর : “]নরম‍্যান ফিচার্ড[/spoiler]


৫. আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে ভারতের হয়ে অংশগ্রহণকারী প্রথম বাঙালি ক্রিকেটার কে ছিলেন?
[spoiler title=”উত্তর : “]সুব্রত ব‍্যানার্জী (১৯৯২)[/spoiler]


[ আরো দেখে নাও বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল ]

৬. “তিন কন‍্যা”- অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবিতে কোন ক্রিকেটারকে অভিনয় করতে দেখা যায়?
[spoiler title=”উত্তর : “]রণদেব বসু[/spoiler]


৭. “Straight from the Heart: An Autobiography”- কোন বিখ্যাত ক্রীড়া ব‍্যক্তিত্বের আত্মজীবনীমূলক গ্রন্থ?
[spoiler title=”উত্তর : “]কপিল দেব[/spoiler]


[ আরো দেখে নাও বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]

৮. ভারতবর্ষের প্রাচীনতম খেলা কোনটি?
[spoiler title=”উত্তর : “]রথের দৌড়[/spoiler]


ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান হল মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন)।

৯. আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে 6 টি বলে 6 টি চার মেরে কোন ভারতীয় ক্রিকেটার রেকর্ড করেন?
[spoiler title=”উত্তর : “]সন্দীপ পাতিল[/spoiler]


১০. ভারতবর্ষের জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন, আবার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্বও করেছেন, একমাত্র কোন ক্রীড়াব‍্যক্তিত্ব?
[spoiler title=”উত্তর : “]চুনী গোস্বামী[/spoiler]


[ আরো দেখে নাও বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]

১১. “THE WIZARD”- এই নামে কোন বিখ্যাত ক্রীড়া ব‍্যক্তিত্ব পরিচিত ছিলেন?
[spoiler title=”উত্তর : “]ধ্যানচাঁদ[/spoiler]


১২. আধুনিক অলিম্পিকে কত খ্রিস্টাব্দে প্রথম বারের জন্য ভারতীয় হকি টিম স্বর্ণপদক জিতেছিল?
[spoiler title=”উত্তর : “]১৯২৮[/spoiler]


১৩. 1996 সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল কোন বিখ্যাত ক্রিকেটারের?
[spoiler title=”উত্তর : “]রাহুল দ্রাবিড়[/spoiler]


[ আরো দেখে নাও বাংলা কুইজ –  সেট ১৪৩ –  সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]

১৪. পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্যারাম প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন, ১৯৯৬ সালে ক্যারামে বেঙ্গল চ্যাম্পিয়ন ও হয়েছিলেন, কোন বিখ্যাত অভিনেতা?
[spoiler title=”উত্তর : “]অভিনেতা জিৎ[/spoiler]


১৫. জীবনের শেষ টেস্ট ইনিংসে সৌরভ গাঙ্গুলী কত রানে আউট হয়েছিলেন?
[spoiler title=”উত্তর : “]শূণ‍্য[/spoiler]


[ আরো দেখে নাও টোকিও অলিম্পিকে ভারত India at Tokyo Olympics ]

 

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Banerjee

Quiz Master and Quiz Enthusiast

Related Articles

দেখে নাও
Close
Back to top button