Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি অস্টিন কান্ট্রি ক্লাবে ফাইনালে ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ (WGC) ২০২৩ ম্যাচ প্লে গলফ শিরোপা জিতে নিয়েছে?

(A) ররি ম্যাকলরয়
(B) স্যাম বার্নস
(C) স্কটি শেফলার
(D) ক্যামেরন ইয়াং

উত্তর
(B) স্যাম বার্নস

  • এটি ছিল PGA ট্যুরে স্যাম বার্নসের পঞ্চম জয়।
  • এর আগে, স্যাম বার্নস সেমিফাইনালের লড়াইয়ে স্কটি শেফলারকে পরাজিত করেছিল।

২. অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার (ASSOCHAM) সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন কে?

(A) উপেন্দ্র কুমার সিনহা
(B) ললিত কুমার গুপ্ত
(C) শ্রীকান্ত ভেঙ্কটচারী
(D) অজয় সিং

উত্তর
(D) অজয় সিং

  • তিনি রিনিউ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত সিনহার স্থলাভিষিক্ত হলেন।
  • সোরিন ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সঞ্জয় নায়ার ASSOCHAM-এর নতুন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট।

৩. সম্প্রতি স্টার স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রণবীর সিং
(B) নিখাত জারিন
(C) আনুশকা শর্মা
(D) বিরাট কোহলি

উত্তর
(A) রণবীর সিং

  • ওয়াল্ট ডিজনি কোম্পানি ভারতের মালিকানাধীন চ্যানেল স্টার স্পোর্টস রণবীর সিংকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে।
  • এতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলিও অন্তর্ভুক্ত।

৪. আলবেনিয়ার ডুরেসে ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন (IWF) বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন কে?

(A) রুদ্রাংক্ষ বালাসাহেব পাতিল
(B) ভরলী বেদব্রতে
(C) সম্পান্না রমেশ শেলার
(D) আসিফ শেখ

উত্তর
(B) ভরলী বেদব্রতে

  • ভারতীয় ভারোত্তোলক ভরালি বেদাব্রতে আলবেনিয়ার ডুরেসে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (IWF) বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।
  • তিনি মোট ২৬৭ কেজি (১১৯ কেজি – ১৪৮ কেজি) তুলে তৃতীয় হয়েছেন।

৫. পাবলিক EV চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা অনুমোদন করেছে?

(A) ৮০০ কোটি
(B) ৯০০ কোটি
(C) ৭০০ কোটি
(D) ৬০০ কোটি

উত্তর
(A) ৮০০ কোটি

  • সারা দেশে ৭ হাজার ৪৩২টি পাবলিক ফাস্ট চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার FAME স্কিম ফেজ-২-এর অধীনে ৮০০ কোটি টাকা অনুমোদন করেছে।

৬. সরকার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা কবে পর্যন্ত বাড়িয়েছে?

(A) ৩০শে জুন ২০২৩
(B) ৩০শে আগস্ট ২০২৩
(C) ৩০শে জুলাই ২০২৩
(D) ৩১শে মার্চ ২০২৩

উত্তর
(A) ৩০শে জুন ২০২৩

  • সরকার আবার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে। এখনও পর্যন্ত ৫১ কোটিরও বেশি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা হয়েছে।
  • যাদেরকে ১লা জুলাই ২০১৭ এর মধ্যে একটি প্যান কার্ড ইসু করা হয়েছে তাদের আধার এবং প্যান লিঙ্ক করতে হবে৷
  • মেঘালয়, আসাম এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য প্যান এবং আধার লিঙ্ক করার প্রয়োজন নেই।

৭. বিশ্বব্যাংক কোন রাজ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটক
(C) বিহার
(D) আসাম

উত্তর
(B) কর্ণাটক

  • বিশ্বব্যাংক কর্ণাটকের ২ মিলিয়ন গ্রামীণ পরিবারে কল থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
  • বিশ্বব্যাংকের একটি বিবৃতিতে বলা হয়েছে যে কর্ণাটকের প্রায় ৭৭ শতাংশ এলাকা শুষ্ক, সেইসাথে এই এলাকায় ভূগর্ভস্থ জলের ঘাটতি রয়েছে এবং জলের গুণমানও ক্রমাগত খারাপ হচ্ছে।
  • বিশ্বব্যাংক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ওয়াশিংটন, ডিসিতে অবস্থিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button