Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৩

General Awareness MCQ – Set 93

২২৯১. আলোকভীতি বা ফোটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

(A) ভিটামিন B1
(B) ভিটামিন B2
(C) ভিটামিন B4
(D) ভিটামিন B6

উত্তর :
(B) ভিটামিন B2

২২৯২. কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বলে 

(A) Fusion
(B) Sublimation
(C) Condensation
(D) Solidification

উত্তর :
(B) Sublimation 

২২৯৩. নিউটনের কোন সূত্র অনুসারে সাতাঁর কাটা সম্ভব হয় ?

(A) প্রথম সূত্র
(B) দ্বিতীয় সূত্র
(C) তৃতীয় সূত্র
(D) সবকটি 

উত্তর :
(C) তৃতীয় সূত্র 

২২৯৪. মহিলাদের T20 ম্যাচে দ্রুততম ৫০ রান করেছেন 

(A) হারমানপ্রীত কৌর
(B) মিথালি রাজ্
(C) স্মৃতি মান্ধানা
(D) দীপ্তি শর্মা 

উত্তর :
(C) স্মৃতি মান্ধানা

মাত্র ২৪ বলে ৫০ রান করে এই রেকর্ডটি করেছেন স্মৃতি মান্ধানা ।


২২৯৫. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) আয়ারল্যান্ড 

উত্তর :
(B) ব্রিটেন 




২২৯৬. তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 

(A) ২৫০ খ্রিস্টপূর্বাব্দে
(B) ৯৮ খ্রিস্টাব্দে
(C) ২৬১ খ্রিস্টপূর্বাব্দে
(D) ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দে 

উত্তর :
(A) ২৫০ খ্রিস্টপূর্বাব্দে 

২২৯৭. আন্দামান নিকোবর : বৃহত্তম :: ______ : ক্ষুদ্রতম 

(A) পন্ডিচেরী
(B) লাক্ষাদ্বীপ
(C) দমন ও দিউ
(D) দাদরা ও নগর হাভেলি 

উত্তর :
(B) লাক্ষাদ্বীপ 

২২৯৮. রেয়ন তৈরী করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয় ?

(A) সালফিউরিক অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড
(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(D) বোরিক অ্যাসিড 

উত্তর :
(A) সালফিউরিক অ্যাসিড 

২২৯৯. সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় ?

(A) মৌলিক দ্বায়িত্ব
(B) মুখবন্ধ
(C) নাগরিকত্ব
(D) নিৰ্দেশাত্বক নীতি 

উত্তর :
(B) মুখবন্ধ

মুখবন্ধ বা Preamble


২৩০০. গ্রেগর মেন্ডেল তাঁর সংকরায়ন পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন ?

(A) ধুতুরা গাছ
(B) টমেটো গাছ
(C) মটর গাছ
(D) লঙ্কা গাছ 

উত্তর :
(C) মটর গাছ 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button