Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৯০

General Awareness MCQ – Set 90

২২৬১. আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয় ?

(A) Echinodermata
(B) Arthopoda
(C) Platyhelminthes
(D) Mollusca

উত্তর :
(B) Arthopoda 

২২৬২. বায়ো গ্যাসে মিথেন ছাড়া আরো একটি প্রধান উপাদান হলো 

(A) কার্বন ডাই অক্সাইড
(B) অক্সিজেন
(C) হাইড্রোজেন
(D) অ্যামোনিয়া 

উত্তর :
(A) কার্বন ডাই অক্সাইড 

২২৬৩. কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পরে ?

(A) প্রাইমারি সেক্টর
(B) সেকেন্ডারি সেক্টর
(C) টারশিয়ারি সেক্টর
(D) কোয়াটারনারি সেক্টর 

উত্তর :
(A) প্রাইমারি সেক্টর 

২২৬৪. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন 

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) উমেশ চন্দ্র দত্ত
(C) রাজা রামমোহন রাই
(D) আত্মারাম পাণ্ডুরং 

উত্তর :
(D) আত্মারাম পাণ্ডুরং

ড: আত্মারাম পাণ্ডুরং ১৮৬৭ খ্রিস্টাব্দে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ।


২২৬৫. সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে ?

(A) পার্ট ১৬
(B) পার্ট ১৯
(C) পার্ট ২০
(D) পার্ট ২১ 

উত্তর :
(C) পার্ট ২০

পার্ট ২০ – এর ৩৬৮ নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধনের উল্লেখ রয়েছে ।




২২৬৬. নিম্নের কোনটি কানেক্টিভ টিস্যু নয় ?

(A) হাড়
(B) রক্ত
(C) ত্বক
(D) কার্টিলেজ 

উত্তর :
(C) ত্বক

ত্বক হলো এপিথেলিয়াল টিস্যু


২২৬৭. পিত্ত ( Bile ) উৎপন্ন হয় কোথা থেকে ?

(A) লিভার
(B) অগ্ন্যাশয়
(C) থাইরয়েড গ্রন্থি
(D) শুক্রাশয় 

উত্তর :
(A) লিভার 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button