NotesGeneral Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকা – PDF

Important River Dams of India

ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকাImportant River Dams of India । কোন বাঁধ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে বা কোন বাঁধ কোন রাজ্যে নির্মিত হয়েছে তার একটি সম্যক ধারণা আজকের এই পোস্টে পেয়ে যাবে।

ভারত নদীমাতৃক দেশ । এই দেশের বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক নদী । আর নদীর ওপরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বাঁধ । রাজ্যভিত্তিক সেই বাঁধ -এর তথ্য নাচে দেওয়া রইলো । যে কোনো পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ।

  • ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি , ভাগীরথী নদীর ওপরে , উত্তরাখণ্ডে
  • ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ – ভাকরা নাঙ্গাল , শতদ্রু নদীর ওপরে , পাঞ্জাবে
  • ভারতের দীর্ঘতম বাঁধ – হীরাকুঁদ, মহানদীর ওপরে, ওড়িশাতে

ভারতের রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ বাঁধের তালিকা

রাজ্যবাঁধনদী
অন্ধ্রপ্রদেশসোমাসিলাপেন্নার
শ্রীশৈলমকৃষ্ণা
গুজরাটউকাইতাপ্তি
ধারোইসবরমতি
পাঞ্জাব ও হিমাচল প্রদেশভাকরা নাঙ্গালশতদ্রু
হিমাচল প্রদেশনাথপা ঝাকরিশতদ্রু
চামেরারবি
জম্মু ও কাশ্মীরবাগলিহারচেনাব
উরিঝিলাম
দুমখারসিন্ধু
ঝাড়খন্ডমাইথনবরাকর
পাঞ্চেতদামোদর
কানাডা ( ম্যাসাঞ্জোর )ময়ূরাক্ষী
কর্ণাটকতুঙ্গভদ্রাতুঙ্গভদ্রা
লিঙ্গনামাক্কিশরাবতী
আলামাট্টিকৃষ্ণা
সুপাকালী
কৃষ্ণ রাজা সাগরকাবেরী
কেরালাইদুক্কিপেরিয়ার
কুন্দালাকুন্দালা হ্রদ
পরামবিকুলামপরামবিকুলাম
মুল্লাপেরিয়ারপেরিয়ার
পেচিমানালি
মধ্য প্রদেশবর্ণাবর্ণা
বনসাগরশোন্
গান্ধী সাগরচম্বল
মহারাষ্ট্রউজানীভীমা
মূলশিমুলা
কোয়নাকোয়না
জায়কওয়াদিগোদাবরী
গিরনাগিরনা
খাদাক বাসলামুথা
তেলেঙ্গানারাধানগরীভগবতী
সিঙ্গুরমঞ্জিরা
নিজাম সাগরমঞ্জিরা
ওড়িশাইন্দ্রাবতীইন্দ্রাবতী
হীরাকুঁদমহানদী
তামিলনাড়ুভাইগাইভাইগাই
মেট্টুরকাবেরী
পেরুচানীপারালায়ার
উত্তরাখন্ডতেহারিভাগীরথী
ধৌলি গঙ্গাধৌলি গঙ্গা

PDF ফরম্যাটে ডাউনলোড করতে নিচের Download লিংকে ক্লিক করো

Download Section

  • File Name : Important Dams of India
  • File Size : 200 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Geography

আরও দেখে নাও :

ভারতের বাঁধসমূহ – প্রশ্ন ও উত্তর

ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি ?

হীরাকুঁদ বাঁধ

ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি ?

ভারতের উচ্চতম নদী বাঁধ হল তেহরি বাঁধ। এটি উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপরে নির্মিত হয়েছে।

সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

সোমাসিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button