Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “বিপিন: দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম” শিরোনামের নতুন বইটির লেখক কে?

(A) আর. কৌশিক
(B) পবন সি. লাল
(C) মেঘনাদ দেশাই
(D) রচনা বিশত রাওয়াত

উত্তর
(D) রচনা বিশত রাওয়াত

  • বইটি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব পালনকারী জেনারেল বিপিন রাওয়াতের জীবন, ব্যক্তিত্ব এবং নীতিগুলির উপর আলোকপাত করে।
  • ২০২১ সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান।

২. প্রখ্যাত ল্যান্স রেডিক সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন পেসার সাথে যুক্ত ছিলেন?

(A) ডাক্তার
(B) রাজনীতিবিদ
(C) অভিনেতা
(D) আইনজীবী

উত্তর
(C) অভিনেতা

  • তিনি টেলিভিশন নাটক “The Wire” এ নন-ননসেন্স পুলিশ প্রধান হিসাবে তার কমান্ডিং উপস্থিতির জন্য এবং “জন উইক” অ্যাকশন-ফিল্ম সিরিজে তার সহায়ক অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

৩. আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ কোথায় উদ্বোধন করা হয়েছিল?

(A) পাটনা
(B) সুরাট
(C) কলকাতা
(D) হরিদ্বার

উত্তর
(D) হরিদ্বার

  • ইভেন্টটি ১৯শে মার্চ শেষ হয়েছে।
  • সেমিনারে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধ ও মৎস্য প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান।
  • পশুর চিকিৎসায় আয়ুর্বেদের ব্যবহার বৈধ করার উদ্যোগ নিয়েছে সরকার।

৪. Skytrax দ্বারা প্রকাশিত বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় কোন বিমানবন্দরটি শীর্ষে রয়েছে?

(A) মিউনিখ বিমানবন্দর
(B) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
(D) জুরিখ বিমানবন্দর

উত্তর
(C) সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

  • ব্রিটিশ কনসালটেন্সি Skytrax সম্প্রতি বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে।
  • ২০২৩ সালের এই তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে প্রথম স্থান দেওয়া হয়েছে।
  • চাঙ্গি বিমানবন্দর দ্বাদশ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে।
  • দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছে।

৫. কোন ইন্দো-আমেরিকান সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর সহকারী সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) রবি চৌধুরী
(B) অরুণ সুব্রামানিয়ান
(C) বিবেক রামাস্বামী
(D) নীল মোহন

উত্তর
(A) রবি চৌধুরী

  • তিনিই প্রথম ইন্দো-আমেরিকান যিনি এই পদে পৌঁছলেন।
  • বর্তমানে রবি একজন আমেরিকান ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

৬. ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ‘গভর্নর অফ দ্য ইয়ার ২০২৩’ ভূষিত হলেন কে?

(A) রঘুরাম রাজন
(B) মহেশ কুমার জৈন
(C) শক্তিকান্ত দাস
(D) উর্জিত প্যাটেল

উত্তর
(C) শক্তিকান্ত দাস

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ‘গভর্নর অফ দ্য ইয়ার ২০২৩’ মনোনীত করা হয়েছে।
  • ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারী এবং মুদ্রাস্ফীতি সহ অনেক সংকটের সময়ে আর্থিক বাজার পরিচালনার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

৭. ‘United Nations 2023 Water Conference’-এর আয়োজক কোন দেশ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) যুক্তরাজ্য

উত্তর
(A) মার্কিন যুক্তরাষ্ট্র

  • সম্মেলনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
  • বিশ্বব্যাপী জল সংকট মোকাবেলায় বিশ্ব নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য এর আয়োজন করা হয়েছে।

৮. ‘আল-মোহেদ-আল হিন্দি-২৩’ অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ওমান
(C) ইসরাইল
(D) সৌদি আরব

উত্তর
(D) সৌদি আরব

  • এক্সারসাইজ আল-মোহেদ-আল হিন্দি-২৩ হল ভারত ও সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়া।
  • এটি চলতি বছরের মে মাসে সৌদি আরবের জুবাইলে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button