QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮৬

Bengali Quiz – Set 86

১. কিংবদন্তি ক্রিকেটার যিনি তার তাঁর জীবনের শেষ টেস্ট ম্যাচে ০ রানে আউট হবার কারণে তাঁর ব্যাটিং গড় ১০০ থেকে হয়ে যায় ৯৯.৯৪।  তিনি হলেন 

উত্তর :
স্যার ডন ব্যাডম্যান

২. হস্তিনার রাজপুত্র মহাবীর দেবব্রত এক ভয়ানক প্রতিজ্ঞা করায় দেবতাগণ তাঁর মাথায় পুষ্পবৃষ্টি করেন এবং তাঁর নাম দেন –

উত্তর :
ভীষ্ম  

৩. ২০০৪ সালে ফেসবুক কি নামে শুরু হয়েছিল ?

উত্তর :
দ্যা ফেসবুক ( TheFacebook ) 

৪. অপেরা হাউস ( Opera House ) এবং হারবার ব্রিজ ( Harbour Bridge ) কোন শহরে দুটি বিখ্যাত ল্যান্ডমার্ক ?

উত্তর :
সিডনি  

৫. প্রথম জ্ঞানপীঠ জয়ী বাঙালী পুরুষ হলেন 

উত্তর :
তারাশঙ্কর বন্দোপাধ্যায়  

৬. ভারতের জাতীয় সংগীত প্রথম যখন কবিতা হিসাবে প্রকাশ করেছিল তখন তার নাম কি ছিল ?

উত্তর :
ভারত বিধাতা  

৭. বিখ্যাত কমিক চরিত্র টিনটিনের পোষা কুকুরের নাম কি ?

উত্তর :
কুট্টুস   

৮. ভারতের কোন  শহরের উপনাম “ঘুমহীন শহর” ?

উত্তর :
মাদুরাই  

৯. ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে “The Spring Tiger” বলা হয় ?

উত্তর :
নেতাজি সুভাষচন্দ্র বসু  

১০. একদিনের ক্রিকেটে প্রথম পর পর চারবার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্মান কার সকলে ?

উত্তর :
সৌরভ গাঙ্গুলী  

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button