Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (25th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘Apna Kangra’ অ্যাপ চালু করেছেন?

(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) পাঞ্জাব
(D) বিহার

উত্তর :
(B) হিমাচল প্রদেশ

  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সম্প্রতি ‘আপনা কাংড়া’ অ্যাপ চালু করেছেন।
  • কাংড়া জেলার পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে এই অ্যাপ।

২. ICC এর মহিলা ক্রিকেটার হিসাবে কে সম্প্রতি ‘Rachael Heyhoe Flint Trophy’ পেলেন?

(A) স্মৃতি মান্ধানা
(B) আয়েশা নাসিম
(C) এলিসি পেরি
(D) কবিশা দিলহারি

উত্তর :
(A) স্মৃতি মান্ধানা

  • ICC পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
  • ICC বর্ষসেরা মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)।
  • ICC এর বর্ষসেরা আম্পায়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন মারাইস ইরাসমাস।

৩. ২০২১ সালের জন্য ICC এর পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব কে জিতলেন?(Extra Notes)

(A) বাবর আজম
(B) ডেভিড মিলার
(C) জনেমান মালান
(D) জো রুট

উত্তর :
(D) জো রুট

  • ICC এর বর্ষসেরা Emerging Men’s Cricketer খেতাব পেয়েছেন জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা)।
  • ICC Emerging Women’s Cricketer এর খেতাব জিতেছেন ফাতিমা সানা (পাকিস্তান)।
  • ICC বর্ষসেরা পুরুষ ODI ক্রিকেটার হয়েছেন বাবর আজম (পাকিস্তান)।
  • ICC বর্ষসেরা মহিলা ODI ক্রিকেটার এর খেতাব পেলেন লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)।

৪. ‘নেতাজি রিসার্চ ব্যুরো’ (NRB) কাকে সম্প্রতি ‘নেতাজি পুরস্কার ২০২২’ (Netaji Award 2022) দ্বারা ভূষিত করেছে?

(A) কে পি শর্মা অলি
(B) শেখ হাসিনা
(C) শিনজো আবে
(D) ইয়োশিহিকো নোদা

উত্তর :
(C) শিনজো আবে

  • জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ২৩শে জানুয়ারী ২০২২-এ নেতাজি রিসার্চ ব্যুরো দ্বারা নেতাজি পুরস্কার ২০২২-এ ভূষিত হন।
  • কলকাতায় জাপানের কনসাল জেনারেল নাকামুরা ইউটাকা, শিনজো আবের হয়ে সম্মাননা গ্রহণ করেন।
  • শিনজো আবে ২০০৬ থেকে ২০০৭ এবং আবার ২০১২-২০২০ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
  • তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী।

৫. ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা’ বিভাগে ভারতের কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

(A) সুলতান
(B) আনাত্তে
(C) মানাডু
(D) কুজহাঙ্গাল

উত্তর :
(D) কুজহাঙ্গাল

  • এটি পরিচালনা করেছেন পিএস বিনোথরাজ।
  • সেরা অভিনেতার পুরস্কার পান জয়সূর্য (‘সানি’ ছবির জন্য)।
  • সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার পেয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী এবং সুগত সিনহা ভারত-বাংলাদেশ চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’-এর জন্য।

৬. ভারতে প্রতি বছর ‘জাতীয় কন্যা শিশু দিবস’ (National Girl Child Day) কবে পালিত হয়?

(A) ২১শে জানুয়ারী
(B) ২৪শে জানুয়ারী
(C) ২৩শে জানুয়ারী
(D) ২২শে জানুয়ারী

উত্তর :
(B) ২৪শে জানুয়ারী

  • ২০০৮ সাল থেকে প্রতি বছর ২৪শে জানুয়ারি ভারতে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয়।
  • নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের নেতৃত্বে সারা দেশে উদযাপন করা হয় এই দিনটি।
  • দিনটির উদ্দেশ্য হল ভারতীয় সমাজে মেয়েদের দ্বারা সম্মুখীন হওয়া অসাম্য (inequities) সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, মেয়েদের অধিকার সম্পর্কে সমাজে সচেতনতা প্রচার করা।

৭. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) RPSG গ্রুপের মালিকানাধীন লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম কি রাখা হল?

(A) The Nawabs of Lucknow
(B) Lucknow Tuskers
(C) Lucknow Super Giants
(D) Lucknow Legends

উত্তর :
(C) Lucknow Super Giants

  • RPSG গ্রুপের মালিকানাধীন লখনউয়ের অফিসিয়াল IPL দল জনগণের মতামত অনুসারে এই নামটি বেছেচে।
  • আসন্ন IPL এ লখনউ ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হবেন কেএল রাহুল

৮. প্রতি বছর কোন দিনটিতে জাতীয় ভোটার দিবস (National Voters’ Day) পালিত হয়?

(A) ২৫শে জানুয়ারী
(B) ২৩শে জানুয়ারী
(C) ২৬শে জানুয়ারী
(D) ১২ই জানুয়ারী

উত্তর :
(A) ২৫শে জানুয়ারী

  • আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য, ভারত সরকার প্রতি বছর ২৫শে জানুয়ারিকে “জাতীয় ভোটার দিবস” হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷
  • এটি ভোটিং কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৫শে জানুয়ারী ২০১১ থেকে এই দিবস পালন শুরু হয়েছে।
  • আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য, ভারত সরকার প্রতি বছর ২৫শে জানুয়ারিকে “জাতীয় ভোটার দিবস” হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷
  • এটি ভোটিং কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৫শে জানুয়ারী ২০১১ থেকে এই দিবস পালন শুরু হয়েছে।

৯. প্রতি বছর কোন দিনটিতে ‘জাতীয় পর্যটন দিবস’ (National Tourism Day) পালিত হয়?

(A) ২৬শে জানুয়ারী
(B) ৭ই ফেব্রুয়ারী
(C) ১৪ই ফেব্রুয়ারী
(D) ২৫শে জানুয়ারী

উত্তর :
(D) ২৫শে জানুয়ারী

  • পর্যটন শিল্পের উন্নয়ন এবং এটি ভারতের অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সারা দেশে দিনটি পালিত হয়।
  • ২০২২ এর জাতীয় পর্যটন দিবস এর থিম হল “গ্রামীণ ও সম্প্রদায়কেন্দ্রিক পর্যটন” (Rural and Community Centric Tourism)।

১০. কোন দেশ সম্প্রতি চতুর্থ-তম ‘Asian Ministerial Conference on Tiger Conservation’ হোস্ট করলো?

(A) ম্যালেশিয়া
(B) জাপান
(C) চীন
(D) ভারত

উত্তর :
(A) ম্যালেশিয়া
গ্লোবাল টাইগার রিকভারি প্রোগ্রামের অগ্রগতি এবং বাঘ সংরক্ষণের বিষয়ে পর্যালোচনা করার জন্য সম্মেলনটি আয়োজিত হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button