Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৯

General Awareness MCQ – Set 79

২১০১. প্যানথেরা টাইগ্রিস ( Panthera Tigris ) কার বিজ্ঞানসম্মত নাম ?

(A) বাঘ
(B) তিমি
(C) ছাগল
(D) ময়ূর 

উত্তর :
(A) বাঘ 

২১০২. পৃথিবী সম্পর্কে কোনটি ভুল ?

(A) এটি হলো সবথেকে বেশি ঘনত্ব যুক্ত গ্রহ
(B) এটি পঞ্চম বৃহত্তম গ্রহ
(C) এটি লাল গ্রহ নাম পরিচিত
(D) সূর্য থেকে তৃতীয় নম্বর গ্রহ 

উত্তর :
(C) এটি লাল গ্রহ নাম পরিচিত 

২১০৩. উপভোক্তা সুরক্ষা আইন ( Consumer Protection Act ) কত খ্রিস্টাব্দে পাস্ হয়েছিল ?

(A) ১৯৮৪
(B) ১৯৮০
(C) ১৯৮৬
(D) ১৯৯৫

উত্তর :
(C) ১৯৮৬

২১০৪. নিম্নের কোন বিজারকটি, জারক হিসেবেও কাজ করে ?

(A) H2
(B) H2S
(C) SO2
(D) HI

উত্তর :
(C) SO2

২১০৫. কাকড়ি  ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(A) ১৯২৪
(B) ১৯২৫
(C) ১৯২১
(D) ১৯১৯

উত্তর :
(B) ১৯২৫



২১০৬.  Indian Institute of Forest Management – ভারতের কোন শহরে অবস্থিত ? 

(A) দেরাদুন
(B) লক্ষ্নৌ
(C) ভোপাল
(D) রায়পুর 

উত্তর :
(C) ভোপাল 

২১০৭. [WBP Constable Preli 19] ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় ?

(A) তেজস্ক্রিয়তা
(B) বৈদ্যুতিক শক্তি
(C) অতিক্রান্ত দূরত্ব
(D) এরোপ্লেনের গতিবেগ 

উত্তর :
(C) অতিক্রান্ত দূরত্ব 

২১০৮. [WBP Constable Preli 19] ‘কাইজার-ই-হিন্দ’ কাকে বলা হতো ?

(A) নেতাজি সুভাষ চন্দ্র বসু
(B) পন্ডিত জওহরলাল নেহেরু
(C) মহাত্মা গান্ধী
(D) দাদাভাই নৌরজি 

উত্তর :
(C) মহাত্মা গান্ধী 

২১০৯. [WBP Constable Preli 19] ফল (fruit ) সংক্রান্ত বিদ্যা (study ) কে কি বলে ?

(A) এন্থোলজি
(B) পেরোলজি
(C) স্পারমোলজি
(D) পোমোলজি 

উত্তর :
(D) পোমোলজি 

২১১০. [WBP Constable Preli 19] ভারতীয় সংবিধানের কোন ধারাকে ড: বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা ( Heart and Soul )’ বলেছেন ? 

(A) ৩৫৬ ধারা
(B) ৩২ ধারা
(C) ১৯ ধারা
(D) ১৪ ধারা 

উত্তর :
(B) ৩২ ধারা 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button