Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস

৬১. ২০১৯ সালের প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন ?

(A) পঙ্কজ আদভানি
(B) সেমি সাগিনের
(C) সৌরভ কোঠারি
(D) পিটার গিলক্রিস্ট

উত্তর :
(D) পিটার গিলক্রিস্ট

৬২. ২০১৯ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার শিরোপা কে জিতলেন ?

(A) শিবানী যাদব
(B) সুমন রাও
(C) শ্রেয়া শংকর
(D) মানুশি চিল্লার

উত্তর :
(B) সুমন রাও

২০১৯ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হলেন রাজস্থানের সুমন রাও। এ ছাড়া ছত্তিশগড়ের শিবানী যাদব ‘ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া’ আর বিহারের শ্রেয়া শংকর ‘মিস ইন্ডিয়া ইউনাইটেড কনটেস্ট’ খেতাব জিতেছেন।


৬৩. স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?

(A) জুজানা ক্যাপুটোভা
(B) আদ্রিয়ানা কারিম্বিউ
(C) জন কোলেসারোভা
(D) সুজি করণেরভ

উত্তর :
(A) জুজানা ক্যাপুটোভা 

৬৪. ISRO -এর চন্দ্রযান -২ অভিযানের প্রথম মহিলা প্রজেক্ট ডিরেক্টর কে ?

(A) রোহিণী গডবলে
(B) রিতু কারিঢাল
(C) মুথায়া ভানিথা
(D) গগনদিপ কাং

উত্তর :
(C) মুথায়া ভানিথা

৬৫. ফেনী ব্রিজ কোন রাজ্যে অবস্থিত ?

(A) পশ্চিমবঙ্গ
(B) ওড়িশা
(C) ত্রিপুরা
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর :
(C) ত্রিপুরা

এই ব্রিজটি ত্রিপুরার ফেনী নদীর ওপরে গঠিত হচ্ছে যেটি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিকে বাংলাদেশের চিটগাঁও বন্দরের সাথে যুক্ত করবে ।


৬৬. অপারেশন সানরাইস ২ ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ?

(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) ভুটান

উত্তর :
(A) মায়ানমার 

৬৭. “The World Food India” ইভেন্ট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) ইন্দোর
(B) জয়পুর
(C) নতুন দিল্লি
(D) লক্ষ্ণৌ

উত্তর :
(C) নতুন দিল্লি

৬৮. স্নান যাত্রা অনুষ্ঠান ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?

(A) ওড়িশা
(B) ঝাড়খন্ড
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(A) ওড়িশা

দেবতা জগন্নাথের জন্মদিনে ওড়িশাতে দেবতাকে স্নান করানোর এই অনুষ্ঠান প্রচলিত রয়েছে ।


৬৯. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI ) -এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) রবি মিশ্র
(B) এন এস বিশ্বনাথন
(C) প্রীতি সিনহা
(D) উষা দাস

উত্তর :
(A) রবি মিশ্র

৭০. US ওপেন গল্ফ চ্যাম্পিয়নশিপ কে জিতলেন ?

(A) ব্রুকস কেপিকা
(B) টাইগার উডস
(C) গ্যারি উডল্যান্ড
(D) গ্র্যায়েমে ম্যাকডওয়েল

উত্তর :
(C) গ্যারি উডল্যান্ড 



৭১. সম্প্রতি প্রয়াত মহম্মদ মোরসি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ?

(A) ইজিপ্ট
(B) ইরান
(C) ইজরায়েল
(D) তুর্কী

উত্তর :
(A) ইজিপ্ট 

৭২. ১৭তম লোকসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(A) রামচরন বোহরা
(B) রাহুল কাসওয়ান
(C) ওম বিড়লা
(D) মনোজ রাজোরিয়া

উত্তর :
(C) ওম বিড়লা

৭৩. বাংলাদেশের প্রথম লৌহ আকরিক খনি সম্প্রতি নিম্নলিখিত কোন জেলায় আবিষ্কৃত হয়েছে ?

(A) পাবনা
(B) দিনাজপুর
(C) ঢাকা
(D) সিরাজগঞ্জ

উত্তর :
(B) দিনাজপুর

৭৪. “QS World University ranking 2020” অনুযায়ী ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র কোনটি ?

(A) IIT বোম্বে
(B) IIT দিল্লি
(C) IIT ইন্দোর
(D) IISc ব্যাঙ্গালোর

উত্তর :
(A) IIT বোম্বে

৭৫. কোন দেশের গবেষকরা সম্প্রতি খেলোয়াড়দের জন্য বিশেষ ধরণের ঠান্ডা গেঞ্জি আবিষ্কার করেছে ?

(A) জাপান
(B) ইন্দোনেশিয়া
(C) চীন
(D) ভারত

উত্তর :
(A) জাপান 

৭৬. কোন রাজ্য সরকার সম্প্রতি ধোঁয়া বিহীন রান্নাঘরের প্রচারের জন্য “চুল্লাহ ( Chullah )” নামক একটি প্রকল্প চালু করেছে ?

(A) মহারাষ্ট্র
(B) তামিল নাড়ু
(C) পশ্চিমবঙ্গ
(D) কর্ণাটক

উত্তর :
(A) মহারাষ্ট্র 

৭৭. “Randstad Employer Brand Research (REBR) 2019” রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে জনপ্রিয় নিয়োগকারী ব্র্যান্ড কোনটি ?

(A) নেসলে
(B) সোনি ইন্ডিয়া
(C) মাইক্রোসফট ইন্ডিয়া
(D) আমাজন ইন্ডিয়া

উত্তর :
(D) আমাজন ইন্ডিয়া 

৭৮. ২০১৯ সালের “Folksam Grand Prix 2019” এর ১৫০০ মিটার বিভাগে কোন ভারতীয় মহিলা সোনা জিতেছেন ?

(A) পি ইউ চিত্রা
(B) দ্যুতি চাঁদ
(C) জোতির্ময়ী সিকদার
(D) সোমা বিশ্বাস

উত্তর :
(A) পি ইউ চিত্রা 

৭৯. ২০১৯ সালের বিশ্ব শরণার্থী দিবসের থিম কি ছিল ?

(A) We stand together with refugees
(B) Migrants and Refugees: Towards a Better World
(C) With courage let us all combine
(D) Step with Refugees

উত্তর :
(D) Step with Refugees

বিশ্ব শরণার্থী দিবস বলতে বোঝানো হয় প্রতি বছর জুন মাসের ২০ তারিখ, যা বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়।


৮০. বিতর্কিত গুঠি বিল (Guthi Bill ) কোন দেশের ?

(A) ভারত
(B) নেপাল
(C) পাকিস্তান
(D) বাংলাদেশ

উত্তর :
(B) নেপাল

গুঠি হলো আর্থ-সামাজিক প্রতিষ্ঠান যারা ধর্মীয়, জনমুখী ও সাংস্কৃতিক দায়িত্ব পালন করে। গুঠি সংস্থান বিল, যেটার মাধ্যমে সরকার গুঠি সম্প্রদায়ের সম্পত্তির জাতীয়করণ করতে চায় বলে দাবি বিক্ষোভকারীদের। যার দ্বারা সবগুলোকে একটি জাতীয় কমিশনের অধীনে নিয়ে আসতে চায় নেপাল সরকার বলে দাবি প্রতিবাদীদের।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button