সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস
২১. কে এল সালভাদরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ?
(A) নাঈব বুকেলে
(B) এন্তোনিও সাকা
(C) আলফ্রেডো ক্রিস্টিয়ান
(D) মাউরিকিও ফুঁস
২২. “আপকি বেটি” প্রকল্পটি কোন রাজ্য সরকারের ?
(A) উত্তর প্রদেশ
(B) ছত্তিশগড়
(C) মধ্য প্রদেশ
(D) রাজস্থান
২৩. কোন রাজ্য সরকার সম্প্রতি OBC-দের রিজারভেশন কোটা ১৪% থেকে বাড়িয়ে ২৭% করলো ?
(A) মধ্য প্রদেশ
(B) রাজস্থান
(C) হরিয়ানা
(D) উত্তর প্রদেশ
২৪. কোন ভারতীয় ব্যক্তিত্বকে WHO এর বহিরাগত অডিটর (External Auditor ) নির্বাচিত করা হয়েছে ?
(A) প্রমোদ কুমার মিশ্র
(B) প্রদীপ কুমার সিনহা
(C) রাজীব মেহের্ষি
(D) অরুণা সুন্দররাজান
২৫. বিশ্ব বাইসাইকেল দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জুন ২
(B) জুন ৩
(C) জুন ৪
(D) জুন ৫
২৬. ভারতীয় সেনার খড়্গ প্রহার ২০১৯ সামরিক মহড়াটি সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
(A) হরিয়ানা
(B) উত্তরাখন্ড
(C) পাঞ্জাব
(D) জম্মু ও কাশ্মীর
২৭. ২০১৯ সালের জে সি ড্যানিয়েল পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে ?
(A) শ্রীকুমার থামপি
(B) শীলা
(C) যশ প্রকাশ
(D) আরান্মুলা পোন্নাম্মা
মালায়ালাম অভিনেতা শীলা ২০১৯ সালে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন । আরান্মুলা পোন্নাম্মা -এর পরে দ্বিতীয় মহিলা হিসেবে তিনি এই পুরস্কার পেতে চলেছেন ।
২৮. ২০১৯ সালের “USIBC Global Leadership” পুরস্কারের জন্য কোন ইন্দো-আমেরিকান ব্যক্তিত্বকে মনোনীত করা হয়েছে ?
(A) আনন্দ চন্দ্রশেখরণ
(B) অশোক অমৃতরাজ্
(C) সুন্দর পিচাই
(D) জয় চন্দ্রশেখরণ
২৯. “Cantor Fitzgerald U21 International title” সম্প্রতি কোন দেশের মহিলা হকি দল জিতে নিলো ?
(A) ভারত
(B) চীন
(C) ভুটান
(D) বাংলাদেশ
৩০. ২০১৯ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল ?
(A) Green Economy
(B) Beat Air Pollution
(C) Connecting People to Nature
(D) Go wild for life
বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিস্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।
৩১. “SDG Gender Index”-এ ভারতের অবস্থান কততম ?
(A) ১০৬
(B) ৯৫
(C) ৮৪
(D) ৭৭
১- ডেনমার্ক , ২- ফিনল্যাণ্ড, ৩ – সসুইডেন, ৯৫ – ভারত
৩২. দিল্লী হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন ?
(A) ধীরুভাই নারানভাই প্যাটেল
(B) এন ভি রমন
(C) ধনঞ্জয় চন্দ্রচুর
(D) মঞ্জুলা চেল্লুর
৩৩. ভারতের প্রথম কোন মেট্রো আবর্জনা থেকে শক্তি পেতে চলেছে ?
(A) দিল্লী মেট্রো
(B) কলকাতা মেট্রো
(C) চেন্নাই মেট্রো
(D) বেঙ্গালুরু মেট্রো
৩৪. ২০১৮ সালের টম টম ট্রাফিক ইনডেক্স ( TomTom Traffic Index ) অনুযায়ী বিশ্বের সব থেকে কনজেস্টেড শহর কোনটি ?
(A) লিমা
(B) নতুন দিল্লি
(C) মস্কো
(D) মুম্বাই
৩৫. ২০১৯ সালে রূপকথা ( Fiction ) বিভাগে “Women’s Prize” পেলেন কে ?
(A) জাদি স্মিথ
(B) কামিল শামসী
(C) তায়ারী জোন্স
(D) কেট মোসেস
৩৬. কোন দেশ সম্প্রতি আর্কটিক ট্রেন সার্ভিস চালু করেছে?
(A) রাশিয়া
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) আমেরিকা
৩৭. প্রথম কোন দক্ষিণ এশীয় আমেরিকান নারী মার্কিন হাউসের সভাপতি হলেন ?
(A) মেধা যোধ
(B) কৌশল্যা হার্ট
(C) প্রমিলা জয়পাল
(D) গায়ত্রী স্পিভক
৩৮. কোন ভারতীয় ব্যক্তিত্বকে মালদ্বীপের ‘নিশান ইজ্জউদ্দিন’ পুরস্কার দেওয়া হয়েছে ?
(A) সুষমা স্বরাজ
(B) রামনাথ কোবিন্দ
(C) নরেন্দ্র মোদি
(D) নির্মল সীতারামান
৩৯. সম্প্রতি কোন দেশে “গান্ধী সাইকেল রেলি ফর পিস ( Gandhi Cycle Rally for Peace ) ” অনুষ্ঠিত হয়েছে ?
(A) ওমান
(B) সৌদি আরব
(C) দক্ষিন আফ্রিকা
(D) কেনিয়া
৪০. ২০১৯ সালের বিশ্ব মহাসাগর দিবসের থিম কি ছিল ?
(A) Gender and Oceans
(B) Clean our Ocean!
(C) Healthy Oceans, Healthy Planet
(D) Our Oceans, Our Future
৮ জুন তারিখকে আন্তর্জাতিক/বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে এই দিবস পালন শুরু হয়েছিলো। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৮ সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
To check our latest Posts - Click Here
sir don’t show ans..
pliz I need ans those r quction