Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 6 – 9th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে চলেছে ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ইউক্রেন
(C) পোল্যান্ড
(D) রাশিয়া

উত্তর
(D) রাশিয়া
রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্পর্কিত ঘোষণা করেছেন যে রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন শুরু করবে জুলাই ২০২৩ থেকে।

২. সরকার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস মিডিয়া সম্মানের (Antarashtriya Yoga Diwas Media Samman ) দ্বিতীয় সংস্করণ ঘোষণা করেছে। এই পুরস্কার কয়টি ক্যাটাগরিতে দেওয়া হবে?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(C)
৩৩টি সম্মান তিনটি বিভাগে দেওয়া হবে: প্রিন্ট, টেলিভিশন এবং রেডিও।

৩. কোন কোম্পানি ভারতে তার জীবন বীমা ব্যবসা শুরু করার জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে?

(A) Go JIO Life Insurance 3
(B) Reliance Life Insurance
(C) Go Digit Life Insurance
(D) SBI Life Insurance

উত্তর
(C) Go Digit Life Insurance
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) গো ডিজিট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে জীবন বীমা ব্যবসার লাইসেন্স দিয়েছে। এই কোম্পানিটি কানাডার ফেয়ারফ্যাক্স গ্রুপ দ্বারা সমর্থিত এবং ইতিমধ্যেই সাধারণ বীমা ব্যবসায় রয়েছে।

৪. কোন রাজ্য সরকার ২০১৭ এবং ২০২১ এর মধ্যে জারি করা সমস্ত ট্রাফিক চালান বাতিল করেছে?

(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) বিহার

উত্তর
(C) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার ২০১৭  থেকে ২০২১  সাল পর্যন্ত মুলতুবি থাকা ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য সমস্ত ট্র্যাফিক চালান বাতিল করেছে।
  • গাড়ির ধরন নির্বিশেষে ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ এর মধ্যে জারি করা সমস্ত চালান বাতিল করা হয়েছে।
  • প্রায় ১০০০ কোটি টাকার চালান বাতিল করা হবে।

৫. ৯ই জুন, ২০২৩ এ তারিখে কার্গিলে যে ফুল উৎসব শুরু হয়েছিল তার নাম কি?

(A) Mindok hRgyaspa
(B) Bon Flower Festival
(C) Ladakh Flower Festival
(D) কোনোটিই নয়

উত্তর
(A) Mindok hRgyaspa

৬. কাখোভকা বাঁধ কোন দেশে অবস্থিত?

(A) ইউক্রেন
(B) দক্ষিণ আফ্রিকা
(C) নিউজিল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

উত্তর
(A) ইউক্রেন
কাখোভকা বাঁধ হল ডিনিপ্রো নদীর উপর সোভিয়েত যুগের বাঁধ। এই বাঁধ রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীকে আলাদা করে রেখেছিলো। সম্প্ৰীত এই বাঁধ লঙ্ঘন করে রাশিয়ান বাহিনী ইউক্রেনে ঢুকে পরেছিল ।

৭. পূর্ব-মধ্য ও আরব সাগরে সম্প্রতি কোন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল ?

(A) Waferjoy
(B) Biporjoy
(C) Cyclejoy
(D) Centrejoy

উত্তর
(B) Biporjoy
ঘূর্ণিঝড় ‘Biporjoy’ পূর্ব-মধ্য ও নিকটবর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর দিয়ে সম্প্রতি সৃষ্টি হয়েছিল।

দেখে নাও বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা

৮. কোন রাজ্য সড়ক পরিবহন নিগম সম্প্রতি UITP পুরস্কারে ভূষিত হয়েছে?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর
(C) কেরালা

  • সম্প্রতি কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) কে UITP (Union Internationale des Transports Publics) পুরস্কার প্রদান করা হয়েছে।
  • UITP হল পাবলিক ট্রান্সপোর্ট এবং টেকসই শহুরে গতিশীলতার আন্তর্জাতিক সংস্থা। এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৯. কোন রাজ্য ‘গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২২ ‘ প্রদান করেছে?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম

উত্তর
(A) তামিলনাড়ু
তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (TNPCB) কে সম্প্রতি গ্রিন চ্যাম্পিয়ন পুরস্কার ২০২২ প্রদান করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button