সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস
৮১. ৯১তম একাডেমি পুরস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে
(A) Bohemian Rhapsody
(B) The Favourite
(C) Green Book
(D) Roma
- শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে গ্রিন বুক।
- শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। দ্য ফেভারিট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরষ্কার পান।
- বোহেমিয়ান র্যাপসোডি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নিয়েছেন রামি মালেক।
- শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হয়েছে রোমা। একই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন মেক্সিকোর আলফনসো কুয়ারান।
- এছাড়া বাজিমাত করেছে ভারতে নারীদের ঋতুস্রাব নিয়ে নির্মিত তথ্যচিত্র: পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স। বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এটি।
৮২. দক্ষিণ-পূর্ব এশিয়ায় হেপাটাইটিসের জন্য WHO গুডউইল এম্ব্যাসেডর হলেন কোন ভারতীয় ব্যক্তিত্ব ?
(A) অমিতাভ বচ্চন
(B) শচীন টেন্ডুলকার
(C) বিরাট কোহলি
(D) কপিল দেব
৮৩. ভারত ও কোন দেশের মধ্যে “সম্প্রীতি ২০১৯ (Sampriti 2019 )” সেনামহড়া শুরু হল ?
(A) নেপাল
(B) ভুটান
(C) মায়ানমার
(D) বাংলাদেশ
৮৪. নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে ?
(A) গুডলাক জনাথন
(B) ইমি ওসিনবাজু
(C) মুহাম্মাদ বুহারি
(D) ইব্রাহিম বাবঙ্গীদা
৮৫. আন্তর্জাতিক T২০ তে ৪ বলে ৪ টি উইকেট নিলেন প্রথম কোন বোলার ?
(A) লাসিথ মালিঙ্গা
(B) রাশিদ খান
(C) জসপ্রীত বুমরাহ
(D) কুলদীপ যাদব
৮৬. কোন সেমিকন্ডাক্টর কোম্পানি প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে 4G/LTE চিপ এবং 5G NR মোডেম তৈরী করেছে ?
(A) SignalChip
(B) Ineda Systems
(C) Saankhya Labs
(D) Terminus Circuits
৮৭. আন্তর্জাতিক T-২০ ম্যাচে সব থেকে বেশি রান করলো কোন দল ?
(A) ভারত
(B) আফগানিস্তান
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক সস্টেডিয়ামে ২০ ওভারে ২৭৮ রান করে রেকর্ড করেছে ।
৮৮. ২০১৮ সালের আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার জিতলেন কে ?
(A) ওহেই সাসাকাওয়া
(B) দেশমন্দ টুটু
(C) চান্দি প্রসাদ ভট্ট
(D) জন হিউম
আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার ভারত সরকার কর্তৃক প্রদত্ত মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে।
৮৯. কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ২০১৯ সালের “Cannes International Open trophy” জিতলেন ?
(A) পেন্টালা হরিকৃষ্ণ
(B) পরিমার্জন নেগী
(C) অভিজিৎ গুপ্ত
(D) কৃষ্ণান শশীকিরণ
৯০. ভারতের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব “India in Distress” বইটি লিখেছেন ?
(A) শশী থারুর
(B) অরবিন্দ কেজরিওয়াল
(C) সোনিয়া গান্ধী
(D) মমতা ব্যানার্জী
৯১. নিম্নলিখিত কোন বন্দরটির মাধ্যমে আফগানিস্থান ভারতের সাথে রপ্তানির নতুন পথ শুরু করলো ?
(A) আবাদান
(B) চাবাহার
(C) খোররামশার
(D) জাইকা
৯২. কোন দেশটি সম্প্রতি “RTGS dollar” নামক একধরণের নতুন মুদ্রা শুরু করলো ?
(A) তুর্কী
(B) মরক্কো
(C) জিম্বাবোয়ে
(D) সিয়েরা লিওনে
Real Time Gross Settlement (RTGS) dollar মুদ্রাটি শুরু করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবোয়ে
৯৩. মদ সরবরাহ বন্ধ ও ধরার জন্য ভারতের কোন রাজ্য প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের একটি দল তৈরী করলো ?
(A) আসাম
(B) ঝাড়খন্ড
(C) পাঞ্জাব
(D) বিহার
৯৪. ভারতের প্রথম জাতি-ধর্ম বিহীন মহিলার নাম কি ?
(A) প্রজ্ঞা
(B) স্নেহা
(C) স্বপ্না
(D) সারিকা
To check our latest Posts - Click Here
Good