সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস

৪১. মালদ্বীপে ভারতের নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন –
(A) সুরেশ বাবু
(B) সঞ্জয় সুধীর
(C) সংগীত বাহাদুর
(D) মানজীব সিং পুরি
৪২. নিম্নলিখিত কোন যন্ত্রটিকে গোয়ার ঐতিহ্যগত বাদ্যযন্ত্র ঘোষণা করা হয়েছে ?
(A) কানজিরা
(B) ইডাক্কা
(C) ঘুমোট
(D) ছেন্দা
ঘুমোট হল মাটির হাঁড়ির ওপরে চামড়া বাঁধা একটি বাদ্যযন্ত্র । গোয়ার জাগর ও দুল্পদ লোকনৃত্যে এই বাদ্যযন্ত্রটির ব্যবহার দেখা যায় ।
৪৩. “Undaunted: Saving the Idea of India” – বইটি ভারতের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা ?
(A) শশী থারুর
(B) পি চিদম্বরম
(C) অরুন জেটলি
(D) সুষমা স্বরাজ
৪৪. ২০২২ সালের ন্যাশনাল গেমসের আনুষ্ঠানিক ম্যাসকট কোনটি ?
(A) Sumatran serow
(B) Gayal
(C) Clouded Leopard
(D) Ox
মেঘালয় রাজ্যের ৫০তম জন্মসাল ২০২২ এ অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে আনুষ্ঠানিক ম্যাসকট হল মেঘালয়ের রাজ্য পশু মেঘলা চিতা ( Clouded Leopard ) ।
৪৫. পঞ্চায়েত ও মিউনিসিপালিটি নির্বাচনের প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড শেষ করতে কোন রাজ্য পরিষদ বিল পাস করেছে ?
(A) ছত্তিশগড়
(B) রাজস্থান
(C) মধ্য প্রদেশ
(D) কর্ণাটক
২০১৫ সালে বসুন্ধরা রাজ্ সরকার একটি বিল পাস্ করেছিল যেটা অনুসারে পঞ্চায়েত ও মিউনিসিপালিটি নির্বাচন প্রার্থীদের নূন্যতম দশম শ্রেণী পাস্ করতে হবে । ২০১৯ সালে এই বিলটিকে তুলে নেওয়া হল ।
৪৬. বৃদ্ধদের জন্য কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যোজনা” শুরু করলো ?
(A) হিমাচল প্রদেশ
(B) ওড়িশা
(C) ঝাড়খন্ড
(D) বিহার
৪৭. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের ওপরে লেখা কবিতা “খুনি বৈশাখী” ১৯২০ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল । সম্প্রতি এই কবিতাটি আবার ইংরেজীতে প্রকাশিত হতে চলেছে । এই কবিতাটির লেখক কে ?
(A) বলবন্ত গার্গী
(B) ওয়ারিস শাহ
(C) নানক সিং
(D) মোহন সিং
৪৮. ২০১৯ সালে অশোক চক্র সম্মানে ভূষিত হয়েছেন –
(A) নাজির আহমেদ বাণী
(B) তখত সিং
(C) বাচিত্তর সিং
(D) দীনেশ রঘু রমন
৪৯. ২০১৯ সালের “Swachhata Excellence awards” -এ ভারতের কোন মিউনিসিপাল কর্পোরেশন শীর্ষ স্থানে রয়েছে ?
(A) রায়গড়
(B) অম্বিকাপুর
(C) কুম্বাকোনাম
(D) হায়দ্রাবাদ
প্রথম :রায়গড় , দ্বিতীয় : অম্বিকাপুর , তৃতীয় : কুম্বাকোনাম
৫০. কোন দেশের গবেষকরা সম্প্রতি পিঁপড়ের মতো একটি রোবট তৈরী করেছে যেটি GPS ছাড়ায় আশেপাশের পরিবেশকে নিজে থেকেই চিনে নিতে পারবে ?
(A) জার্মানি
(B) জাপান
(C) ফ্রান্স
(D) আমেরিকা
৫১. ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(A) প্রিয়া শর্মা
(B) হীনা জয়সোয়াল
(C) মোহনা সিং
(D) প্রতিভা কুমারী
৫২. ২০১৯ সালের ৮৩তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের এককবিভাগে চ্যাম্পিয়ন হলেন –
(A) চিরাগ শেঠি
(B) লক্ষ্য সেন
(C) সৌরভ ভার্মা
(D) প্রণব চোপড়া
৫৩. কোন মহাকাশ গবেষণা সংস্থা ব্রহ্মান্ডের সৃষ্টির অনুসন্ধান করতে সম্প্রতি একটি “SPHEREx” নামক অভিযান শুরু করলো ?
(A) NASA
(B) ISRO
(C) JAXA
(D) Roscosmos
৫৪. ২০১৯ সালের ৮৩তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মহিলাদের এককবিভাগে চ্যাম্পিয়ন হলেন –
(A) জ্বালা গুপ্তা
(B) পি ভি সিন্ধু
(C) সাইনা নেহওয়াল
(D) অশ্বিনী পোনাপ্পা
৫৫. ২০১৯ সালের ইরানী কাপ জিতলো কোন ক্রিকেট দল ?
(A) বিদর্ভ
(B) মুম্বাই
(C) কর্ণাটক
(D) ভারতের বাকি টীম গুলি
নাগপুরে ভারতের বাকি টিমগুলির সম্মিলিত দলকে হারিয়ে রনজি ট্রফির বিজেতা বিদর্ভ ইরানি কাপ জিতে নিলো
৫৬. ফুটবল দিল্লি সম্প্রতি কাকে ফুটবল রত্ন সম্মান প্রদান করলো ?
(A) সুব্রত পাল
(B) ভাইচুং ভুটিয়া
(C) সুনীল ছেত্রী
(D) গুরপ্রীত সিং সাধু
৫৭. ভারতের প্রথম “district cooling system” নিচের কোন শহরে শুরু হতে চলেছে ?
(A) হায়দ্রাবাদ
(B) অমরাবতী
(C) ব্যাঙ্গালুরু
(D) মুম্বাই
৫৮. “PUMA India” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন
(A) স্বপ্না বর্মন
(B) দ্যুতি চাঁদ
(C) হিমা দাস
(D) মেরি কম
৫৯. ভারতের প্রথম “fulldome 3D Digital Theatre” কোন শহরে শুরু হল ?
(A) নতুন দিল্লি
(B) পুনে
(C) কলকাতা
(D) হায়দ্রাবাদ
৬০. ২০১৯ সালের “Laureus World Sports Honours” অনুষ্ঠানে কাকে বর্ষসেরা বিশ্ব স্পোর্টসম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে ?
(A) এম এস ধোনি
(B) রজার ফেদেরার
(C) বিরাট কোহলী
(D) নোভাক জোকোভিচ
To check our latest Posts - Click Here
Good