Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩৭

General Awareness MCQ – Set 37

১০৯১. ১৮৯৬ সালের কংগ্রেস অধিবেশন কি জন্য বিখ্যাত ?

(A) প্রথমবারের জন্য জাতীয় সংগীত গাওয়া হয়
(B) প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয়
(C) প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়
(D) প্রথমবারের জন্য গ্রামে অধিবেশন হয়

উত্তর :
(B) প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয়

১০৯২. ভারতের কোন রাজ্য “The Land of Dawnlit Mountains” নামে পরিচিত ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) অরুণাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) জম্মু ও কাশ্মীর 

উত্তর :
(B) অরুণাচল প্রদেশ 

১০৯৩. “উরুগুয়ের রাউন্ডে” আলোচনার ফলে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) NATO
(B) WTO
(C) IMF
(D) OPEX

উত্তর :
(B) WTO

১০৯৪. বিধানসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে – 

(A) ৪০০
(B) ৫০০
(C) ৪৫০
(D) ৫৫০

উত্তর :
(B) ৫০০

প্রতিটি রাজ্যের বিধানসভার সদস্যের সংখ্যা ৫০০ এর বেশি এবং ৬০ এর কম হতে পারে না। তবে এটির তিনটি ব্যতিক্রম রয়েছে –  সিক্কিম (৩২), গোয়া (৪০) ও মিজোরাম (৪০) ।


১০৯৫. “সাদা কয়লা (White Coal)” বলতে কি বোঝানো হয় ?

(A) জিওথার্মাল বিদ্যুৎ
(B) বায়ু দ্বারা সৃষ্ট বিদ্যুৎ
(C) জল বিদ্যুৎ
(D) জৈব শক্তি 

উত্তর :
(C) জল বিদ্যুৎ




১০৯৬. নীচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফিবোস এবং ডিমোস ?

(A) মঙ্গল
(B) শনি
(C) বৃহস্পতি
(D) বুধ 

উত্তর :
(A) মঙ্গল

১০৯৭. স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?

(A) সর্দার প্যাটেল
(B) কৃষ্ণ মেনন
(C) সর্দার বলদেব সিং
(D) দীপ নারায়ণ সিং

উত্তর :
(C) সর্দার বলদেব সিং

১০৯৮. বিশ্ব আবহাওয়া দিবস কবে উদযাপিত হয় ?

(A) মার্চ ২৩
(B) মার্চ ২৪
(C) মার্চ ২১
(D) মার্চ ২৫ 

উত্তর :
(A) মার্চ ২৩ 

১০৯৯. কোন বছরে পরিবেশ সুরক্ষা আইন (Environment Protection Act) প্রণয়ন করা হয়েছিল ?

(A) ১৯৮৫
(B) ১৯৮৬
(C) ১৯৯৫
(D) ১৯৮৪ 

উত্তর :
(B) ১৯৮৬ 

১১০০. কম্পিউটার পরিভাষা প্রসঙ্গে, একটি নিবলে ( Nibble )  কটি বিটস ( Bits) আছে ?

(A)
(B)
(C)
(D) ১৬ 

উত্তর :
(B) ৪ 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button