NotesCurrent AffairsCurrent TopicsGeneral Knowledge Notes in Bengali

নোবেল পুরস্কার

Nobel Prize

নোবেল পুরস্কার

বন্ধুরা বাংলা কুইজের  পক্ষ থেকে দেওয়া রইল নোবেল পুরস্কার সম্পর্কে একটি নোট।

নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য

  • সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
  • “এ মার্চেন্ট অব ডেথ হু ডেড” নামক এক ফরাসি পত্রিকায় তাঁর আবিষ্কারের কারণে মৃত ব্যক্তিদের তালিকা দেখে আলফ্রেড নোবেল বিস্মিত ও দুঃখী হন ।
  • আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
  • প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
  • অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
  • মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল:
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
    • চিকিৎসা শাস্ত্র
    • অর্থনীতি
    • সাহিত্য এবং
    • শান্তি ।
  • ১৯০১ সালে নোবেল পান –
    • ভিলহেল্ম কনরাড র‌ন্টজেন ( পদার্থবিজ্ঞান , X -Ray আবিষ্কারের জন্য )
    • ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ ( রসায়ন )
    • এমিল ভন বেহরিং ( চিকিৎসা শাস্ত্র )
    • সুলি প্রুধোম (সাহিত্য)
    • হেনরি ডুনান্ট এবং ফ্রেদেরিক পাসি (শান্তি)
  • প্রথম অর্থনীতিতে নোবেল পান ১৯৬৯ সালে – রাগ্‌নার ফ্রিশ এবং ইয়ান টিনবার্গেন |
  • নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয় ।
  • সুইডেনের স্টকহোম থেকে নোবেল দেওয়া হয় শুধু মাত্র শান্তিতে নোবেল ছাড়া । শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের অসলো থেকে |

কিছু গুরুত্বপূর্ণ নোবেল প্রাপক

মেরি কুরি ( প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পান )

  • পদার্থবিজ্ঞান: ১৯০৩ (তেজস্ক্রিয়তা আবিষ্কার)
  • রসায়ন: ১৯১১ (বিশুদ্ধ রেডিয়াম পৃথকীকরণ)

লিনাস পাউলিং ( একমাত্র নোবেল লরিয়েট যিনি এককভাবে দুটি বিভাগে নোবেল পান )

  • রসায়ন: ১৯৫৪ (অরবিটাল সংকরণ তত্ত্ব)
  • শান্তি: ১৯৬২ (নিউক্লিয় শক্তির পরীক্ষা নিষিদ্ধকরণ আইনের বাস্তবায়নের জন্য প্রচেষ্টা)

ফ্রেডরিক স্যাঙ্গার ( রসায়নে ২ বার নোবেল প্রাপ্ত একমাত্র নোবেল লরিয়েট )

  • রসায়ন: ১৯৫৮ (ইনসুলিন অণুর গঠন আবিষ্কার)
  • রসায়ন: ১৯৮০ (ভাইরাসের নিউক্লিওটাইডের ধারা আবিষ্কার)

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস

  • সবথেকে বেশি সংখ্যক নোবেল প্রাপক আন্তর্জাতিক সংস্থা ।

জর্জ বার্নার্ড শ এবং বব ডিলান

  • নোবেল পুরস্কার এবং অস্কার অ্যাওয়ার্ড দুটোই পেয়েছেন .

আরো দেখে নাও : নোবেল পুরস্কার ২০২০ | Nobel Prize 2020 । PDF

নোবেল জয়ী ভারতীয়দের তালিকা

বছরনোবেলজয়ীবিষয়নাগরিকত্ব
১৯০২রোনাল্ড রসচিকিৎসাভারতে জন্মগ্রহনকারী ব্রিটিশ নাগরিক
১৯০৭রুডইয়ার্ড কিপলিংসাহিত্যভারতে জন্মগ্রহনকারী ব্রিটিশ নাগরিক
১৯১৩রবীন্দ্রনাথ ঠাকুরসাহিত্যব্রিটিশ ভারতের নাগরিক
১৯৩০চন্দ্রশেখর ভেঙ্কট রমনপদার্থবিদ্যাব্রিটিশ ভারতের নাগরিক
১৯৬৮হর গোবিন্দ খোরানাচিকিৎসাভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক
১৯৭৯মাদার টেরিজাশান্তিআলবেনিয়ায় জন্ম নেয়া ভারতীয় নাগরিক
১৯৮৩সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরপদার্থবিদ্যাভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক
১৯৯৮অমর্ত্য সেনঅর্থনীতিভারতের নাগরিক
২০০১বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপলসাহিত্যভারতীয় বংশোদ্ভুত ক্যারিবিয় নাগরিক
২০০৯ভেঙ্কটরমন রামকৃষ্ণণরসায়নভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক
২০১৪কৈলাশ সত্যার্থীশান্তিভারতের নাগরিক

২০১৮ সালের নোবেল প্রাপকদের তালিকা

চিকিৎসাবিজ্ঞান
alisontasuko
যুক্তরাষ্ট্রের
জেমস পি. এলিসন
জাপানের
তাসুকু হনজো
ক্যান্সারের কোষগুলিকে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারাই আক্রমণ করে প্রতিহত করার পদ্ধতি আবিস্কার করার জন্য নোবেল পান

পদার্থবিজ্ঞান
ashkinmouroudonna
যুক্তরাষ্ট্রের
আর্থার অ্যাশকিন
ফরাসী
জেরার মুরু
কানাডার
ডোনা স্ট্রিকল্যান্ডের
চোখের চিকিৎসার ক্ষেত্রে ছোট ছোট কণা, পরমাণু, ভাইরাস ও অন্যান্য জীবন্ত কোষ ধরার অপটিক্যাল টুইজারস আবিষ্কারের জন্যলেজার রশ্মিকে প্রসারিত ও বিবর্ধিত করে পুনরায় সংকুচিত করার মাধ্যমে সবচেয়ে তীব্রতা সম্পন্ন ও শক্তিশালী লেজার পালস সৃষ্টি করা

শান্তি
mukwegenadia
কঙ্গোর
দেনিস মুকওয়েজি
ইরাকের
নাদিয়া মুরাদ
কঙ্গোতে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসার জন্য ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি গোষ্ঠীর একজন অ্যাডভোকেট এবং নারীর মানবাধিকার নিয়ে তিনি কাজ করছেন

অর্থনীতি
William NordhausPaul Romer
যুক্তরাষ্ট্রের
উইলিয়াম নর্ডহাউস
যুক্তরাষ্ট্রের
পল রোমার
জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে

রসায়ন 
Frances ArnoldGeorge SmithGreg Winter
যুক্তরাষ্ট্রের
ফ্রান্সেস এইচ আরনল্ড
যুক্তরাষ্ট্রের
জর্জ পি স্মিথ
ব্রিটিশ
স্যার গ্রেগরি পি উইন্টার
বিবর্তনবাদের ধারণা গবেষণাগারে প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার পথ দেখানোর জন্য

* সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার ২০১৮ সালে সাহিত্যে কাউকে নোবেল পুরস্কার দেয়া হয়নি

২০১৯ সালের নোবেল প্রাপকদের তালিকা

পদার্থবিজ্ঞান 

  • মিশেল মাইয়র (সুইজারল্যান্ড)
  • জিম পিবল্‌স (কানাডীয়-মার্কিনী)
  • দিদিয়ে কেলোজ (সুইজারল্যান্ড)
  • ভৌত বিশ্বতত্ত্ব নামক জ্ঞানের শাখায় একাধিক তাত্ত্বিক আবিষ্কার এবং সৌরজগতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কারের জন্য

অর্থনীতি

  • অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (যুক্তরাষ্ট্র)
  • এস্তের দুফ্লো (ফ্রান্স, যুক্তরাষ্ট্র)
  • মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)
  • বিশ্ব জুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে পরীক্ষানীরিক্ষামূলক কাজের স্বীকৃতি স্বরূপ

চিকিৎসাবিজ্ঞান

  • গ্রেগ এল. সেমেনজা (যুক্তরাষ্ট্র)
  • পিটার জে. র‍্যাটক্লিফ (যুক্তরাজ্য)
  • উইলিয়াম কায়েলিন জুনিয়র (যুক্তরাষ্ট্র)
  • শরীরে কোষগুলো কীভাবে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে খাপ খায় তা নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পেয়েছেন

শান্তি

  • আবি আহমেদ (ইথিওপিয়া)
  • শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাঁকে এ পুরস্কার দেয়া হয়েছে।

রসায়ন

  • জন বি. গুডএনাফ (যুক্তরাষ্ট্র)
  • আকিরা ইয়োশিনো (জাপান)
  • এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য)
  • লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতির জন্য

সাহিত্য

  • পিটার হ্যান্ডকে (অস্ট্রিয়া)
  • ভাষাগত দক্ষতার মাধ্যমে মানুষের অভিজ্ঞতার পরিধি এবং বৈশিষ্ট্য অনুসন্ধানে গুরত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালে পিটার হ্যান্ডকে নোবেল পুরস্কার পেলেন।
  • **** উল্লেখ্য যে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের ঘোষণা এবারে করা হয় এবং ২০১৮ সালে সাহিত্যে নোবেলের জন্য ২০১৯ সালের ওলগা টোকারচুক -এর নাম ঘোষণা করা হয় ।

আরো দেখে নাও :  নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF

 


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button