সাম্প্রতিকী – ২০১৮ অক্টোবর মাস
১৪১. ২০১৮ সালের এশিয়ান পুরুষের হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ভারতীয় খেলোয়াড়কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে ?
(A) মনপ্রতি সিং
(B) আকাশদিপ সিং
(C) পি আর শ্রীজেশ
(D) ফয়জাল সারি
এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি হল একটি বাৎসরিক হকি ক্রীড়া প্রতিযোগিতা, যা ২০১১ সালে এশিয়ান হকি ফেডারেশন কর্তৃক চালু হয়। এ প্রতিযোগিতার বৈশিষ্ট্য হল এতে এশিয়ান গেমসের শীর্ষে অবস্থান করা ছয়টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে সফল দল হল পাকিস্তান ও ভারত| ২০১৮ সালে ওমানে খারাপ আবহাওয়ার জন্য এশিয়ান পুরুষের হকি চ্যাম্পিয়ন্স-এর ফাইনাল ম্যাচটি বাতিল হওয়ার জন্য ভারত ও পাকিস্তানকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয় ।
১৪২. মেয়েদের শিক্ষা প্রচারের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কোন নোবেল পুরস্কার বিজয়ীকে সম্মানিত করা হবে ?
(A) এলেন জনসন সিরলিফ
(B) নাদিয়া মুরাদ
(C) মালালা ইউসুফজাই
(D) কৈলাশ সতয়ার্থী
মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত, যেখানে স্থানীয় তালিবান মেয়েদের বিদ্যালয় শিক্ষালাভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।
১৪৩. বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন ?
(A) এ. এস. বোপান্না
(B) আর. সুভাষ রেড্ডি
(C) রাজেন্দ্র মেনন
(D) নরেশ হরিশচন্দ্র পাটিল
১৪৪. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর ‘Under One Roof’ কোন শহরে চালু হল ?
(A) কোচি
(B) ইস্তানবুল
(C) বেইজিং
(D) টোকিও
১৪৫. কোন শহরে ভারতের প্রথম “বিচার শহর ( Justice City )” – এর উদ্বোধন হতে চলেছে ?
(A) অমরাবতী
(B) এলাহাবাদ
(C) মুম্বাই
(D) চেন্নাই
অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের বিচারব্যবস্থাকে উন্নত করার জন্য আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ভারতের প্রথম ‘বিচার শহর’ নির্মাণ করছে ।
To download October, 2018 Current Affairs Capsule in Bengali Click below
সাম্প্রতিকী – অক্টোবর , ২০১৮ , PDF ফরম্যাটে পেতে এখানে ক্লিক করুন
To check our latest Posts - Click Here