Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১৩

Bengali Mythology – Set 13

১. অসুররাজ হিরণ্যাক্ষকে কে বধ করেন ?

উত্তর :
শ্রী বিষ্ণু, বরাহ অবতারে

২. অসুররাজ হিরণ্যকশিপুকে বধ কে করেন ?

উত্তর :
শ্রী বিষ্ণু, নরসিংহ অবতারে

৩. তারকাসুরকে কে বধ করেন ?

উত্তর :
শিব-পার্বতীর পুত্র কার্তিক

৪. দেবতাদের সেনাপতি কে ছিলেন ?

উত্তর :
কার্তিক

৫. দেবী গঙ্গার সৃষ্টি কোথা থেকে ?

উত্তর :
শ্রী বিষ্ণুর পদ হতে

৬. শ্রী বিষ্ণুর পদ হতে গঙ্গা সৃষ্টি হওয়ার পরে কে গঙ্গাকে ধারণ করেন ?

উত্তর :
ব্রহ্মদেব তার কমন্ডুলে ধারণ করেন

৭. স্বর্গ থেকে মর্ত্যে অবতরণের সময় গঙ্গার গতিকে রোধ করতে কে তাকে ধারণ করেন ?

উত্তর :
মহাদেব, তাঁর জটায় ধারণ করেন

৮. গঙ্গার অপর নাম ভাগীরথী কেন ?

উত্তর :
ভগীরথ স্বর্গ থেকে মর্ত্যে গঙ্গাকে নিয়ে আসেন বলে

৯. মনসা মঙ্গল কাব্যে লখিন্দর কার পুত্র ছিলেন ?

উত্তর :
চাঁদ সওদাগর

১০. চাঁদ সওদাগর কার উপাসনা করতেন ?

উত্তর :
মহাদেব


To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

Back to top button