NotesGeneral Knowledge Notes in Bengali

জৈব অ্যাসিড ও তাদের উৎস – কোথায় কোন অ্যাসিড থাকে – PDF

Different Organic Acids and their Sources

জৈব অ্যাসিড ও তাদের উৎস – কোথায় কোন অ্যাসিড থাকে

যে কোনো পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ টপিক হলো কিছু জৈব অ্যাসিড ও তাদের উৎস | কোন ফলে কোন অ্যাসিড থাকে বা কোন জৈব অ্যাসিড কোথায় পাওয়া যায় – এই টপিকগুলি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। নিচে ছকের সাহায্যে এরকম কিছু অ্যাসিড ও তাদের উৎস সম্পর্কে কিছু তথ্য দেওয়া রইলো |

ফরমিক অ্যাসিড -এর উৎস তালিকা
ফরমিক অ্যাসিড -এর উৎস তালিকা

কোন জৈব অ্যাসিড কোথায় পাওয়া যায় তালিকা

জৈব অ্যাসিডউৎস
ম্যালিককাঁচা আপেলের ত্বক, চেরিফল, পাকা কলা 
ল্যাকটিকদই, শশা, আফিং
টারটারিকপাকা তেঁতুল, শুকনো খেজুর, আঙ্গুর 
গ্লাইকোলিককাঁচা আঙ্গুর, বিট
স্যালিসাইলিকউদ্ভিদজাত সুগন্ধি তেল, উইলো গাছের চাল
সাইট্রিকপাতি লেবু, কাগজী লেবু, আনারস, আঙ্গুর
n-বিউটারিকদই, পচা মাখন
ফরমিকলাল পিঁপড়ে, মৌমাছি, বোলতার হুল
এসিটিকবিভিন্ন ফলের রস, ত্বক মদ, প্রাণীদেহের ঘাম, জয়পাল গাছের তেল
বেনজয়িকগাম বেঞ্জয়েন, ঘোড়া ও ষাঁড়ের মূত্র
গ্যালিকচায়ের পাতা, ওক গাছের ছাল
অক্সালিকইউক্যালিপ্টাস গাছের ছাল, হরিতকী
বিভিন্ন জৈব অ্যাসিড ও উৎস তালিকা

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF

জৈব অ্যাসিড সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

টারটারিক এসিড কোথায় পাওয়া যায় ?

টারটারিক অ্যাসিড প্রধানত শুকনো তেঁতুলে পাওয়া যায়। এছাড়াও শুকনো খেজুর ও আঙ্গুরেও এই অ্যাসিড পাওয়া যায়।

মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে?

মৌমাছির বিষে সাধারণত থাকে মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড (HCOOH)

পিপড়ার হুলে কোন এসিড থাকে ? / পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?

ফরমিক অ্যাসিড

লেবুতে কোন অ্যাসিড থাকে ?

সাইট্রিক অ্যাসিড

 আরও দেখে নাও : 

Download Section

  • File Name : জৈব অ্যাসিড ও উৎস তালিকা – কোথায় কোন অ্যাসিড থাকে – বাংলা কুইজ
  • File Size: 2 MB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject: Biology, Life Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button