NotesGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে বিজ্ঞান – বিগত বছরের বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর – PDF Download

General Science Questions Answers in Bengali

প্রশ্নোত্তরে বিজ্ঞান – বিগত বছরের বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর

প্রিয় ছাত্রেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ১৪০টি বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থেকে সংগ্রহ করা বিজ্ঞানের প্রশ্নগুলি নিচে উত্তরসহ দেওয়া রইলো । এই প্রশ্নোত্তরে বিজ্ঞান পর্বের প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অফলাইন পড়ার জন্য এই নোটটির PDF ফাইল দেওয়া রইলো ।

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১

১. আলোকবর্ষ হল দূরত্বের একক
২. সিনেমা আবিষ্কার করেন উইলিয়াম ফ্রিজ-গ্রীন
৩. শব্দের প্রবলতা মাপা হয় ডেসিবেল এককে
৪. আলো কাঁচের মধ্য দিয়ে গেলে বেগুনি বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম হয়
৫. AC থেকে DC তে রূপান্তরিত করা হয় ডায়োডের সাহায্যে
৬. বিকিরিত তাপের গতিবেগ আলোকের গতিবেগের সমান
৭. রিচার্জ করা যায় এমন ড্রাই-সেলে এনোড হিসেবে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম, নিকেল
৮. আলোর বর্ণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ( Wavelength ) – এর ওপরে
৯. লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড
১০. মোনাজাইট হল থোরিয়ামের আকরিক

COPYRIGHT © www.banglaquiz.in

দেখে নাওভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ২

১১. হেমাটাইট হল লোহার আকরিক
১২. লোহাতে মরিচা পড়লে লোহার ওজন বেড়ে যায়
১৩. অরিক ক্লোরাইড ব্যবহার করা হয় সাপের কামড়ের ওষুধ হিসেবে
১৪. দাড়ি কামানোর দর্পন হল ➟ অবতল দর্পন ( Concave Mirror )
১৫. ট্রান্সিস্টর আবিষ্কৃত হয় ১৯৪৮ সালে , উইলিয়াম সকলি দ্বারা
১৬. শব্দ দিন অপেক্ষা রাতে বেশি দূরত্ব অতিক্রম করে
১৭. ১ হর্স পাওয়ার ৭৪৬ ওয়াট
১৮. লাইফ বেল্ট কাজ করে আর্কিমিডিসের প্রিন্সিপালের ওপর ভিত্তি করে
১৯. হাইড্রোলিক লিফ্ট কাজ করে প্যাস্কালের সূত্র মেনে
২০. বায়ুমণ্ডলের চাপ ১০৫  নিউটন / বর্গ মিটার

COPYRIGHT © www.banglaquiz.in

দেখে নাও৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৩

২১. বিক্রিয়ার হার বেড়ে যায় বিক্রিয়কের ( Reactant ) ঘনত্ব বাড়লে
২২. pH কথাটির পুরো অর্থ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন
২৩. সোল্ডার ( Solder ) হল টিন ও সিসার সংকর
২৪. রাবার হল ন্যাচারাল পলিমার
২৫. এসিটিলিন ইথিলিনের মতো  ফল পাকাতে সাহায্য করে
২৬. ইলেকট্রিক চুম্বক তৈরিতে সাধারণত নরম লোহা ( Soft Iron ) ব্যবহার করা হয়
২৭. প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম পদার্থ হীরা
২৮. টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল
২৯. মাইক্রোফোন আবিষ্কার করেন এমিলি বার্লিনার ( ১৮৭৬ খ্রিস্টাব্দে )
৩০. শব্দ শুন্য মাধ্যমে চলাচল করতে পারে না

COPYRIGHT © www.banglaquiz.in

দেখে নাও৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৪

৩১. মহাকাশচারীদের কাছে আকাশের রং কালো
৩২. ভারী জলের রাসায়নিক নাম ডইটেরিয়াম অক্সাইড (D2O )
৩৩. ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরী হয় টাংস্টেন দিয়ে
৩৪. এম্পিয়ার-সেকেন্ড হল ইলেক্ট্রিক চার্জের একক
৩৫. আদর্শ ভোল্টমিটারের রোধ হল অসীম
৩৬. আদর্শ এমমিটারের রোধ হল শুন্য
৩৭. বিস্ফোরক ডিনামাইট হল  নাইট্রো-গ্লিসারিন
৩৮. ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল
৩৯. বজ্র্যপাত হয় ইলেকট্রিক ডিসচার্জ- এর ফলে
৪০. হীরা জ্বলজ্বল করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য

COPYRIGHT © www.banglaquiz.in

দেখে নাও৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৫

৪১. সূর্যের শক্তির উৎস হল পারমাণবিক সংযোজন ( Nuclear fusion)
৪২. নিউটনের তৃতীয় সূত্রকে বলা হয় ক্রিয়া-প্রতিক্রিয়ার সূত্র ( Action – Reaction Law )
৪৩. ভরবেগ হল একটি ভেক্টর রাশি
৪৪. টর্কের একক নিউটন-মিটার
৪৫. রকেটের উৎক্ষেপণ হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে
৪৬. ম্যাগনেটাইট হল লোহার আকরিক
৪৭. বনস্পতি ঘি প্রস্তুতিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন গ্যাস
৪৮. সবথেকে ক্ষতিকারক বায়ুদূষক সালফার-ডাই-অক্সাইড
৪৯. স্টেইনলেস স্টিলে থাকে আইরন, ক্রোমিয়াম, নিকেল
৫০. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন হেনরিক রুডলফ হার্টজ

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৬ 

৫১. তরলের আপেক্ষিক ঘনত্ব ( Specific  Gravity  ) মাপা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে
৫২. আলোর প্রতিসরণের জন্য জলে ডোবানো কোনো দন্ডকে বাঁকা দেখায়
৫৩. কোনো লেন্সের ফোকাস যদি মিটারে হয় তাহলে তার ক্ষমতাকে ডায়াপটার ( Dioptre ) বলে
৫৪. প্রাথমিক বর্ণ হল লাল, নীল, এবং সবুজ
৫৫. টেলিস্কোপে ব্যবহৃত হয় ২টি উত্তল লেন্স
৫৬. “Atom ” শব্দটি লেয়ুসিপ্পুস এবং তাঁর ছাত্র ডেমোক্রিটাসের সৃষ্ট
৫৭. দুই বা তার বেশি মিশ্র গ্যাসকে পৃথক করতে অ্য়াটমোসিস (Atmolysis ) পদ্ধতি ব্যবহার করা হয়
৫৮. টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল
৫৯. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড (Ca(OH)2 ) ব্যবহৃত হয়  ব্লিচিং পাউডার ও জলের খরতা দূরীকরণ করতে
৬০. এসিডের pH মাত্রা ৭ এর কম হয়

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৭

৬১. বোকাদের সোনা (Fool’s Gold) বলে আইরন পাইরাইটিসকে
৬২. পিচ ব্লেন্ড হল ইউরেনিয়ামের আকরিক
৬৩. শব্দের তীক্ষ্ণতা ( Pitch ) নির্ভর করেন শব্দের কম্পাঙ্কের ( Frequency ) ওপরে
৬৪. রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে
৬৫. LPG গ্যাসে থাকে প্রধানত বিউটেন ও প্রোপেন
৬৬. তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে
৬৭. দাঁড়ি কমানোর ব্রাশকে জলে ডোবালে ব্রাশের চুলগুলি একসাথে লেগে যায় পৃষ্ঠটানের জন্য
৬৮. ব্রোমিনকে ঘরের উষ্ণতায় পাওয়া যায় লাল তরল রূপে
৬৯. বক্সাইট হল –  অ্য়ালুমিনিয়ামের আকরিক
৭০. X -Ray  আবিষ্কার করেন উইলহেল্ম কনরাড রন্টজেন

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৮

৭১. কৃত্রিম বৃষ্টি তৈরী করতে ব্যবহৃত হয়  সিলভার আয়োডাইড
৭২. ওয়াটার গ্লাস নামে পরিচিত সোডিয়াম সিলিকেট
৭৩. সিরিস আঠা ( Gelatine ) তৈরী করতে ব্যবহৃত হয় শুকনো হাঁড়
৭৪. নুতন এবং পুরোনো ডিম্ সহজে চেনা যায় X-Ray এর সাহায্যে
৭৫. রাবারকে শক্ত করতে রাবারের সাথে মেশানো হয় সালফার
৭৬. গান পাউডার হল নাইট্রেট, সালফার এবং চারকোলের মিশ্রণ
৭৭. সোনার গহনা তৈরী করতে সোনার সাথে তামার খাদ মেশানো হয়
৭৮. আকাশের রং নীল হয় কারণ নীল আলোর বিক্ষেপণ ( Scattering ) সব থেকে বেশি
৭৯. লম্ফতে সলতে দিয়ে তেল ওঠে ক্যাপিলারি একশনের জন্য
৮০. বিভিন্ন বর্ণের আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি লাল বর্ণের

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৯

৮১. Acoustics হল শব্দের অধ্যয়ন
৮২. গামা রশ্মির আবিষ্কর্ত পল ভিল্লার্ড
৮৩. ইউরেনিয়াম আবিষ্কার করেন মার্টিন হেনরিচ ক্লাপ্রথ
৮৪. রেডিয়াম আবিষ্কার করেন পিয়েরে ক্যুরি ও মারি ক্যুরি
৮৫. দেশলাইয়ের কাঠিতে ব্যবহার হয় রেড ফসফরাস
৮৬. দুধের pH মাত্রা হল ৬.৫ থেকে ৬.৭
৮৭. হীরের সংকট কোণের মান  ২৪.৪ ডিগ্রী
৮৮. বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয়  পৃষ্ঠটানের জন্য
৮৯. জলের মধ্যে বায়ুর বুঁদবুঁদ কাজ করে অবতল লেন্সের মত
৯০. ওয়াশিং মেশিন কাজ করে অপকেন্দ্র বলের সাহায্যে

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১০

৯১. কাঁচা পেঁয়াজে থাকে ফসফরাস
৯২. ঋনাত্বক ত্বরণকে বলা হয় মন্দন ( Retardation )
৯৩. ত্বরণের SI একক হল মিটার প্রতি বর্গ সেকেন্ড
৯৪. জলের ঘনত্ব সবথেকে বেশি ৪ ডিগ্রী উষ্ণতায়
৯৫. কপার সালফেট থেকে তামা এবং জিংক সালফেট থেকে জিঙ্ক আলাদা করা হয় Crystallization পদ্ধতির সাহায্যে
৯৬. বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ
৯৭. দুধ হল এক প্রকার প্রাকৃতিক ইমালসন
৯৮. রং হল এক প্রকার কৃত্রিম ইমালসন
৯৯. রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট
১০০. কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক ৩৭৩ K

COPYRIGHT © www.banglaquiz.in

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১১

১০১. টাংস্টেনের সংকেত হল W
১০২. ভূমিকম্প লেখ অঙ্কন করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে
১০৩. আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে
১০৪. দুটি রেলওয়ে ট্র্যাক জোড়া লাগাতে ফিশপ্লেট ব্যবহার করা হয়
১০৫. সি. ভি. রমন নোবেল পান ১৯৩০ সালে
১০৬. ভবিষ্যতের জ্বালানি বলা হয় হাইড্রোজেন গ্যাসকে
১০৭. বিমানের গতিবেগ মাপা হয় ম্যাক নম্বর ( Mach number ) – এর সাহায্যে
১০৮. আলট্রা-ভায়োলেট রশ্মির আবিষ্কর্তা জোহান উইলহেল্ম রিটার
১০৯. বিশুদ্ধতম সোনা হল ২৪ ক্যারেট সোনা
১১০. সিমেন্টে থাকে লাইম, সিলিকা এবং এলুমিনা

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১২

১১১. সিসার ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়
১১২. ক্যামেরাতে থাকে উত্তল লেন্স
১১৩. দোলকের দোলকদঙ্গের দৈর্ঘ্য ৪ গুন্ করলে তার দোলনের সময়কাল হয়ে যায় দ্বিগুন
১১৪. অল্টিমিটারের সাহায্যে উচ্চতা মাপা হয়
১১৫. প্লাস্টার অফ প্যারিস শক্ত হয়ে যায় অক্সিজেনের সংস্পর্শে আসলে
১১৬. ভোল্টেজ বাড়াতে বা কমাতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়
১১৭. ইনফ্রারেড রশ্মির উপস্থিতি জানা যায় বোলোমিটার (Bolometer) যন্ত্রের সাহায্যে
১১৮. ভবিষ্যতের ধাতু ( Metal of Future )  বলা হয় টাইটেনিয়াম কে
১১৯. অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে , ১৭৭৪ খ্রিস্টাব্দে
১২০. পৃথিবী পৃষ্ঠে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমানে রয়েছে ?  এলুমিনিয়াম

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১৩

১২১. মানবদেহে কোন ধাতুটি সব থেকে বেশি পরিমানে রয়েছে ? ক্যালসিয়াম
১২২. সবথেকে তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি ? রুপা
১২৩. ধাতুকে খুব পাতলা পাতার ( Sheet ) আকারে রূপান্তরিত করা যায় ধাতুর কোন ধর্মের জন্য ? Malleability
১২৪. ধাতুকে খুব সরু তারের আকারে রূপান্তরিত করা যায় ধাতুর কোন ধর্মের জন্য ? Ductility
১২৫. সবথেকে “Malleable” ধাতু কোনটি ? সোনা
১২৬. সবথেকে “Ductile” ধাতু কোনটি ? প্ল্যাটিনাম
১২৭. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় ? টাংস্টেন
১২৮. কোন ধাতুর গলনাঙ্ক সর্বোচ্চ ? টাংস্টেন
১২৯. সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো  পারদ
১৩০. হিমোগ্লোবিনে  কোন ধাতু পাওয়া যায় ? লোহা

প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১৪

১৩১. ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায় ? ম্যাগনেসিয়াম
১৩২. কোন ধাতুকে হাতে নিলে গলে যায় ? গ্যালিয়াম
১৩৩. কোন ধাতুকে কেরোসিনে রাখা হয় ? সোডিয়াম
১৩৪. অ্যালুমিনিয়াম-এর প্রধান আকরিক হলো  বক্সাইট
১৩৫. হেমাটাইট ও ম্যাগনেটাইট কার আকরিক ? লোহা
১৩৬. সিসার একটি গুরুত্বপূর্ণ আকরিক হলো  গ্যালেনা
১৩৭. সিন্নাবার কার আকরিক ? মার্কারি ( পারদ )
১৩৮. ক্যাসিটেরাইট কার আকরিক ? টিন
১৩৯. কপার ( তামা) – এর দুটি গুরুত্বপূর্ণ আকরিক হলো  কপার পাইরাইটিস, ম্যালাকাইট
১৪০. ডোলোমাইট কার আকরিক ? ম্যাগনেসিয়াম

Download Section

  • File Name : General Science Questions Answers in Bengali.
  • File Size : 292 KB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Biology

Click Here to Download PDF 

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button