Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল (Schedule ) ও তার আলোচ্য বিষয় – PDF

List of Schedules in Indian Constitution

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল (Schedule ) ও তার আলোচ্য বিষয় –

তফসিলবিষয়
১ নংঅঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নথি  এবং তাদের বিস্তার
২ নংরাষ্ট্রপতি ও রাজ্যপাল সম্পর্কিত বিষয়সমূহ, লোকসভার অধক্ষ্য ও উপাধক্ষ্য , রাজ্যসভার সভাপতি ও সহসভাপতি, রাজ্য বিধানসভার অধক্ষ্য ও উপাধক্ষ্য , রাজ্য বিধান পরিষদের সভাপতি ও সহসভাপতি , হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের বিচারপতি -সংক্রান্ত বিধানসমূহ, CAG সম্পর্কিত বিধানসমূহ
৩ নংশপথ ও প্রতিজ্ঞার বয়ানসমূহ
৪ নংরাজ্যসভার আসন বন্টন
৫ নংতফসিল ক্ষেত্রসমূহ ও জনজাতিসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধান , তফসিলের সংশোধন
৬ নংঅসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জনজাতির ক্ষেত্রসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধানসমূহ
৭ নংকেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা
৮ নংসরকারি ভাষাসমূহ
৯ নংকোনো কোনো আইন ও নিয়মকানুনের বৈধতা
১০ নংদলত্যাগ বিরোধী আইন
১১ নংপঞ্চায়েতের ক্ষমতা ও কৃতিত্ব ও দায়িত্ব
১২ নংমিউনিসিপ্যালিটির ক্ষমতা ও কৃতিত্ব ও দায়িত্ব

ভারতীয় সংবিধানের তফসিল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর : 

মূল ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল ছিল?

৮টি

বর্তমান ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে?

১২টি

ভারতীয় সংবিধানের কোন তফসিলে (Schedule ) অ্যান্টি-ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে ?

দশম তফসিলে

বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ? 

২২টি

ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল ( Schedule ) অনুযায়ী, জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে ?

স্টেট লিস্ট 

ভারতীয় সংবিধানের কোন তফসিল ভারতের ভাষার সাথে সম্পর্কিত ?

অষ্টম তফসিল

আরও দেখে নাও :

Download Section

  • File Name : ভারতীয় সংবিধানের ১২টি তফসিল (Schedule ) ও তার আলোচ্য বিষয় – PDF
  • File Size : 2 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity, Political Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button