সাম্প্রতিকী – ২০১৮ মে মাস
৬১. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন (WHO) -এর সাম্প্রতিক যাচাই অনুসারে নেপালে নিম্নলিখিত কোন রোগটি আর জনস্বাস্থ্যের সমস্যার কারণ নয়?
(A) পোলিও
(B) ট্রাকোমা
(C) ডায়াবেটিস
(D) যক্ষ্মা
৬২. ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল-11) ম্যান অফ দা সিরিজ কে হয়েছেন?
(A) ঋষভ পন্থ
(B) শেন ওয়াটসন
(C) সুনিল নারিন
(D) বিরাট কোহলি
৬৩. পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন
(A) আলী জান ওরাকজাই
(B) জাওয়াদ এস খাজা
(C) শওকত আজিজ
(D) নাসির উল মুল্ক্
৬৪. কোন রাজ্য সরকার জৈব চাষকে উন্নত করার জন্য “প্রাকিতৃক খেতি কুশল যোজনা” চালু করেছে ?
(A) হিমাচল প্রদেশ
(B) কর্ণাটক
(C) পাঞ্জাব
(D) আসাম
৬৫. অল ইন্ডিয়া জুনিয়র অনুর্ধ -১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মেয়েদের একক শিরোপা জিতেছেন কে?
(A) আকর্ষী কাশ্যপ
(B) এস কবিপ্রিয়া
(C) সৃষ্টি জুপুদি
(D) মৃনাল পদিলে
৬৬. কোনও বলিউড ব্যক্তিত্ব স্বচ্ছ ভারত অভিযান (গ্রামীণ) এর জন্য টুইন পিট টয়লেট টেকনোলজির বিজ্ঞাপন প্রচারণা চালু করেছেন?
(A) ভূমি পেডনেকার
(B) অক্ষয় কুমার
(C) আমির খান
(D) অমিতাভ বচ্চন
৬৭. চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কোন শহরে আয়োজিত হল?দেরাদুন
(A) দেরাদুন
(B) নতুন দিল্লি
(C) নাগপুর
(D) পুণে
৬৮. কোন দেশ উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা (NATO) এর প্রথম ল্যাটিন আমেরিকার ‘গ্লোবাল পার্টনার’ হবে?
(A) আর্জেন্টিনা
(B) ব্রাজিল
(C) পেরু
(D) কলম্বিয়া
৬৯. CEAT ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার সম্মানটি কে পেলেন?
(A) ট্রেন্ট বোল্ট
(B) শিখর ধাওয়ান
(C) বিরাট কোহলি
(D) রশিদ খান
৭০. বিশ্বের সবচেয়ে উঁচু শিখর “মাউন্ট এভারেস্ট” সম্প্রতি কোন ভারতীয় প্রবীণতম মহিলা জয় করলেন ?
(A) শিবাঙ্গী পাঠক
(B) প্রেমলতা আগরওয়াল
(C) নীরজা পাঠক
(D) সংগীতা বহল
৭১. জাতিসংঘের পরিবেশ কর্মসূচী (UNEP) ভারতের কোন এয়ারপোর্টটিকে বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি চালিত এয়ারপোর্ট হিসাবে স্বীকৃত দিলো ?
(A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(B) গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (লিমিটেড)
(D) সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৭২. প্রথম ভারতীয় হিসেবে উদ্ভিদবিজ্ঞানে লিনয়ান পদকে সম্মানিত হলেন –
(A) শরচন্দ্র লেলে
(B) কমলজিত এস. বাওয়া
(C) আর সিদ্দ্যাপা সেটি
(D) পি এস মাথুর
৭৩. ভারতীয় সাংবাদিক ইউনিয়নের (IJU) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন –
(A) অমর দেবুলাপল্লী
(B) সাবিনা ইন্দ্রজিৎ
(C) এস এন সিনহা
(D) কে শ্রীনিবাস রেড্ডি
৭৪. পতঞ্জলি কোন টেলিকম কোম্পানির সাথে যুক্ত হয়ে স্বদেশী সমৃদ্ধি সিম কার্ডস চালু করলো ?
(A) বি. এস. এন. এল
(B) রিলায়েন্স জিও
(C) ভোডাফোন
(D) এয়ারটেল
৭৫. ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) প্রথম প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) অশোক সেন
(B) সুধা বালাকৃষ্ণান
(C) জয়ন্ত নারলিকার
(D) ই. সি. জর্জ সুদর্শন
৭৬. কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব স্ট্রেইট টক্ (‘Straight Talk’) বইটি লিখেছেন?
(A) মনমোহন সিং
(B) এম. ভেঙ্কাইয়া নাইডু
(C) অভিষেক মানু সিংভি
(D) শশী থারুর
*We are still adding question for May month. Stay tuned.
To check our latest Posts - Click Here