Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৯

Indian Polity – Set 9

১০১. [PSC Misc Preli 99] ভারতের সংবিধানে “রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি” কোন পার্টের অন্তর্ভুক্ত?

(A) পার্ট ওয়ান
(B) পার্ট টু
(C) পার্ট থ্রি
(D) পার্ট ফোর

উত্তর :
(D) পার্ট ফোর

১০২. [WBCS Preli 02] সংবিধানের কোন অংশে “কল্যাণকর রাষ্ট্র” – এর ধারণাটি রয়েছে?

(A) প্রস্তাবনা
(B) মৌলিক অধিকার
(C) মৌলিক কর্তব্য
(D) নির্দেশাত্মক নীতি

উত্তর :
(D) নির্দেশাত্মক নীতি

১০৩. [WBCS Preli 08] রাষ্টের নির্দেশাত্মক নীতিসমূহ  —

(A) আদালতে বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য
(B) আদালতে বিচারের যোগ্য নয়
(C) কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য
(D) ওপরের কোনোটিই নয়

উত্তর :
(B) আদালতে বিচারের যোগ্য নয়

১০৪. [WBCS Preli 02] কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে?

(A) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(B) ভারত শাসন আইন, ১৯৩৫
(C) সোভিয়েত রাশিয়ার সংবিধান
(D) সুইজারল্যান্ডের সংবিধান

উত্তর :
(A) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

১০৫. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নূন্যতম কত বছর ভারতে থাকতে হয়?

(A)
(B)
(C)
(D) ১০

উত্তর :
(B)



১০৬. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে?

(A) ১৪
(B) ১৭
(C) ১৮
(D) ২৯

উত্তর :
(C) ১৮

১০৭. মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল – 

(A) ৬ টি
(B) ৭ টি
(C) ৯ টি
(D) ১০ টি

উত্তর :
(B) ৭ টি 

১০৮. নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশীরাও পেতে পারেন?

(A) বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা
(B) সরকারি চাকরি পাওয়ার অধিকার
(C) চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা
(D) শোষণের বিরুদ্ধে অধিকার

উত্তর :
(D) শোষণের বিরুদ্ধে অধিকার

১০৯. বর্তমানে সম্পত্তির অধিকার হল – 

(A) আইনগত অধিকার
(B) মৌলিক অধকার
(C) মানবাধিকার
(D) প্রাকৃতিক অধিকার

উত্তর :
(A) আইনগত অধিকার

১১০. কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়?

(A) সরণ সিং কমিটি
(B) অশোক মেহেতা কমিটি
(C) সরকারিয়া কমিশন
(D) বলরাম জাখর কমিটি

উত্তর :
(A) সরণ সিং কমিটি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button