QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭৫

Bengali Quiz – Set 75

১. ভারতের রাষ্ট্রপতির আকাশের অফিস কোন বোয়িং জেট বিমানকে বলা হয়?

উত্তর :
রাজদূত

২. কোন ভারতীয় ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম “An Unsuitable Boy” ?

উত্তর :
করণ জোহার

৩. পৃথিবীতে একমাত্র কোন পাখিটি পেছনদিকে উড়তে পারে?

উত্তর :
হামিংবার্ড

৪. আমেরিকার কোন প্রেসিডেন্টের নামানুসারে টেডি বিয়ার পুতুলটির নামকরণ হয়?

উত্তর :
থিওডোর রুজভেল্ট, তাঁর ঘনিষ্টরা তাঁকে টেডি বলে ডাকতেন

৫. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রতীক কি ছিল?

উত্তর :
পদ্ম ও রুটি ( Lotus and Bread )

৬.  বাবা রামদেবের আসল নাম কি?

উত্তর :
রামকৃষ্ণ যাদব

৭. শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান?

উত্তর :
কালিঞ্জর দুর্গ

৮. বাংলার গ্রেটা গার্বো ( Greta Garbo ) কোন অভিনেত্রীকে বলা হয়?

উত্তর :
সুচিত্রা সেন

৯. ভারতের কোন রাজ্যে সানগাই  উৎসব হয়?

উত্তর :
মনিপুর

১০. পারনিসিয়াস এনিমিয়া (Pernicious Anaemia ) কোন ভিটামিনের অভাবে হয়?

উত্তর :
ভিটামিন B-১২


To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

2 Comments

দেখে নাও
Close
Back to top button