General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা

List of Common Fruits and Their Edible Parts

বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা (List of Common Fruits and Their Edible Parts ) । কোন ফলের ভোজ্য অংশ কোনটি তার একটি সুন্দর তালিকা দেওয়া থাকলো। জীবনবিজ্ঞানের অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে । যেমন – আমের ভোজ্য অংশ কোনটি ? কমলালেবুর কোন অংশটি আমরা খায় ? পেঁপের কোন অংশটি খাওয়া যায় ? । এই তালিকাটি মনে রাখলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া যায় । foler bhojyo ongso talika

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ

কোন ফলের ভোজ্য অংশ কোনটি তার তালিকা নিচে দেওয়া রইলো ।

নংফলভোজ্য অংশ
কমলালেবু, পাতিলেবুএন্ডোকার্প থেকে উৎপন্ন রসালো রোম
আম, জাম, কুল, তালমেসোকার্প
বেদানা, ডালিমরসালো বীজত্বক
কাজুবাদামবীজপত্র, রসালো পুষ্পবৃন্ত
লিচুরসালো এরিল
আপেল, নাসপাতিরসালো পুষ্পাধার / পুষ্পাক্ষ
চালতারসালো বৃতি
কলামেসোকার্প, এন্ডোকার্প
কাঁঠালমঞ্জরিপত্র, পুষ্পাক্ষ, বীজ
১০ডুমুরপুষ্পাক্ষ /পুষ্পাধার
১১আনারসপুষ্পপুট, মঞ্জরিপত্র ও মঞ্জরীদন্ডের বহিরাংশ
১২আতারসালো ফলত্বক
১৩ধান, গম, ভুট্টা শস্য ও ভ্রূণ
১৪চীনাবাদামবীজপত্র
১৫নারিকেলশস্য
১৬মটর, ছোলাবীজপত্র
কোন ফলের কোন অংশটি খাওয়া যায়

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button