General Knowledge Notes in BengaliHistory Notes

কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত নাম /লোকপ্রিয় নাম/ ডাকনাম

Popular Names of Famous Indian Personalities

গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত নাম / লোকপ্রিয় নাম

কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত নাম / লোকপ্রিয় নাম নিচে ছকের সাহায্যে দেওয়া রইলো | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির কোন ব্যক্তির পরিচিত/ জনপ্রিয় নাম কি, এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য এইরকম গুরুত্বপূর্ণ পরিচিত/লোকপ্রিয় / ডাকনাম গুলি এক সাথে দেওয়া রইলো। সাথে দেওয়া রইলো PDF ফাইল।

সেট ১

ক্রমঃনামপরিচিতি / লোকপ্রিয় নাম
বাল গঙ্গাধর তিলকলোকমান্য
ফাদার অফ ইন্ডিয়ান  আনরেস্ট
লালা লাজপত রায়পাঞ্জাব কেশরী
শের-ই-পাঞ্জাব
মোহনদাস করমচাঁদ গান্ধীমহাত্মা
জাতির জনক
মাদাম ভিকাজী কামাভারতীয় স্বাধীনিতা সংগ্রামের জননী
সরোজিনী নাইডুনাইটিঙ্গেল অফ ইন্ডিয়া
দাদাভাই নৌরজিদা গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া
মীর নিসার আলি জয়দিতিতুমীর
আশুতোষ মুখোপাধ্যায়বাংলার বাঘ
প্রফুল্লচন্দ্র রায়মাস্টার অফ নাইট্রেটস
১০বিনোদা ভাবেল্যান্ড লিভিং গড
পরিচিত নাম , লোকপ্রিয় নাম তালিকা

১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF

সেট ২

ক্রমঃনামপরিচিতি নাম / লোকপ্রিয় নাম
রবীন্দ্রনাথ ঠাকুরগুরুদেব
বিশ্বকবি
চক্রবর্তী রাজা গোপালাচারীকংসায়েন্স কীপার অফ গান্ধীজি
রাজাজি
আর. সি. দত্তপায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম
চার্লস মেটক্যাফেলিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস
লর্ড ডালহৌসিআধুনিক পাঞ্জাবের জনক
টিপু সুলতানমহীশূরের বাঘ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভারতীয় জাতীয়তাবাদের ঋষি
চিত্তরঞ্জন দাসদেশবন্ধু
সুরেন্দ্রনাথ ব্যানার্জীবাংলার মুকুটহীন রাজা
রাষ্ট্রগুরু
ভারতীয় জাতীয়তাবাদের জনক
সারেন্ডার নট
ভারতীয় মাৎসিনি
১০নরেন্দ্রনাথ ভট্টাচার্যমানবেন্দ্রনাথ রায়
পরিচিত নাম তালিকা

দেখে নাও : ঐতিহাসিক কিছু শব্দ ও নামের অর্থ –  PDF Download

সেট ৩

ক্রমঃনামপরিচিতি নাম/ লোকপ্রিয় নাম
খান আব্দুল গাফ্ফার খানসীমান্ত গান্ধী
বাদশা খান
অশ্বিনী কুমার দত্তমহর্ষি
চার্লস ক্রিয়ার অ্য়ান্ড্রুজদীনবন্ধু
বীরেন্দ্রনাথ শাসমলদেশপ্রাণ
মহম্মদ আলি জিন্নাহকয়েদ-ই-আজম
বিপিনচন্দ্র পালবার্ক অফ বেঙ্গল
লায়ন অফ স্বরাজ
সর্দার বল্লভভাই প্যাটেলভারতের লৌহ মানব
ভারতের বিসমার্ক
যতীন্দ্রনাথ মুখার্জীবাঘা যতীন
গোপাল হরি দেশমুখলোকহিতবাদী
১০গোবিন্দ ধুন্দুপন্থনানা সাহেব
লোকপ্রিয় নাম তালিকা

দেখে নাও :  ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা

সেট ৪

ক্রমঃনামপরিচিতি নাম/ লোকপ্রিয় নাম
রামচন্দ্র পান্ডুরঙ্গতাঁতিয়া তোপি
যতীন্দ্রমোহন সেনগুপ্তদেশপ্রিয়
রমেশচন্দ্র দত্তভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক
বিনয় বসু
বাদল গুপ্ত
দীনেশ গুপ্ত
বিনয়-বাদল- দীনেশ
জয়প্রকাশ নারায়ণলোকনায়ক
জওহরলাল নেহেরুচাচা
পন্ডিতজি
শেখ মহম্মদ আব্দুল্লাহশের-ই-কাশ্মীর
শেখ মজিবুর রহমানবঙ্গবন্ধু
মদন মোহন মালব্যমহামন
১০টি প্রকাশমআনন্দ কেশরী
পরিচিত নাম , লোকপ্রিয় নাম তালিকা

আরো দেখে নাও :

ঐতিহাসিক কিছু ব্যক্তিত্বের বিখ্যাত ঘোড়ার নাম – PDF

1100 General Knowledge in Bengali PDF –  GK Questions

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

পরিচিত / জনপ্রিয় / ডাকনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয় ?

বাল গঙ্গাধর তিলক

ভারতের বুলবুল নামে কে পরিচিত ?

সরোজিনী নাইডু

বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

দেশপ্রিয় নামে কে পরিচিত ?

যতীন্দ্রমোহন সেনগুপ্ত

কে ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ?

বীরেন্দ্রনাথ শাসমল

Download Section :

  • File Name : কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত_লোকপ্রিয় নাম_ ডাকনাম – বাংলা কুইজ
  • File Size : 1.9 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button