QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৭

Bengali Quiz – Set 67

১. কোরিয়া ভারতের কোন রাজ্যের একটি জেলার নাম?

উত্তর :
ছত্তিসগড়

২. ৯ ডিগ্রী চ্যানেল কাদের পৃথক করেছে?

উত্তর :
লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে

৩. শিবাজীর মন্ত্রীমন্ডলের প্রধানকে কি বলে ডাকা হতো?

উত্তর :
পেশোয়া

৪. কার আত্মকথা প্রথমে গুজরাটিতে লেখা হয়েছিল এবং সেটির নাম ছিল “সত্যা সোধানী ( Sathiya Sodhani )” ?

উত্তর :
মহাত্মা গান্ধী | মহাদেব দেশাই এটির ইংরেজি অনুবাদ করেন যেটার নাম হল – The Story of My Experiments with Truth

৫. রাজকুমারী কোনুহানা সাকুয়া কোন পর্বতের অলৌকিক দেবী?

উত্তর :
মাউন্ট ফুজি

৬. ১৯৪৯ থেকে ১৯৫৬ পর্যন্ত কে অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক ছিলেন?

উত্তর :
পন্ডিত রবি শঙ্কর

৭. একমাত্র কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন?

উত্তর :
উইন্সটোন চার্চিল

৮. কাল্পনিক চরিত্র থানোস কোন গ্রহের বাসিন্দা?

উত্তর :
টাইটান ( যদিও টাইটান শনির সব থেকে বড় উপগ্রহ, কিন্তু কমিক্স অনুযায়ী থানোস টাইটান গ্রহের বাসিন্দা)

৯. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন কোনটি?

উত্তর :
অক্সিন

১০. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমান সময়ের পার্থক্য কত?

উত্তর :
৩০ মিনিট

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button