Geography MCQ in Bengali

ভূগোল MCQ – সেট ৫

Geography MCQ – Set 5

১. [WBCS Preli 05] ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হল —

a. ১ ঘন্টা ৪৫ মিনিট
b. ২ ঘন্টা
c. ১ ঘন্টা ৩০ মিনিট
d. ২ ঘন্টা ১৫ মিনিট

উত্তর :
b. ২ ঘন্টা

২. ভারতবর্ষের কোন রাজ্যের দুটি রাজধানী?

a. হিমাচল প্রদেশ
b. বিহার
c. উত্তর প্রদেশ
d. পশ্চিমবঙ্গ

উত্তর :
a. হিমাচল প্রদেশ ( শিমলা – গ্রীষ্মকালীন, ধর্মশালা – শীতকালীন )

৩. [WBCS Preli 04] ভারতের দক্ষিণতম বিন্দুটি হল —

a. কন্যাকুমারী
b. ইন্দিরা পয়েন্ট
c. ধনুষ্কোটি
d. নিউমুর দ্বীপ

উত্তর :
b. ইন্দিরা পয়েন্ট

৪. [WBCS Preli 03] নিম্নলিখিত কোন অঞ্চল মুক্ত আহরণের জন্য বিখ্যাত?

a. তুতিকোরিন
b. কান্দালা
c. পুদুচেরি
d. দিল্লি

উত্তর :
a. তুতিকোরিন

৫. [WBCS Preli 03] লাক্ষাদ্বীপ হল —

a. প্রবাল দ্বীপ
b. সামুদ্রিক দ্বীপ
c. আগ্নেও দ্বীপ
d. বদ্বীপ

উত্তর :
a. প্রবাল দ্বীপ

৬. [WBCS Preli 03] আন্দামান ও নিকোবর কে পৃথক করেছে —

a. ১০ ডিগ্ৰী চ্যানেল
b. ডানকান প্রণালী
c. কোকো চ্যানেল
d. কার নিকোবর

উত্তর :
a. ১০ ডিগ্ৰী চ্যানেল

৭. [PSC Misc. Preli 03] ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা —

a. ৬
b. ৭
c. ৮
d. ৯

উত্তর :
b. ৮

৮ .নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি?

a. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
b. পুদুচেরি
c. পন্ডিচেরী
d. লাদাখ

উত্তর :
d. লাদাখ

৯. পৃথিবীতে সর্ববৃহৎ ডাক ব্যবস্থা আছে কোন দেশে?

a. চীন
b. ভারত
c. আমেরিকা
d. রাশিয়া

উত্তর :
b. ভারত

১০. হায়দ্রাবাদের যমজ শহরটি হলো —

a. সেকেন্দ্রাবাদ
b. আমেদাবাদ
c. বেঙ্গালুরু
d. চন্ডিগড়

উত্তর :
a. সেকেন্দ্রাবাদ

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button