Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৪ – জীবনবিজ্ঞান

Science MCQ – Set 4 , Biology MCQ – Set 2

১. ধানের মধ্যে ভোজ্য অংশ কোনটি?

Ⓐ ফল
Ⓑ এন্ডোকার্প
Ⓒ এন্ডোস্পার্ম
Ⓓ ভ্রূণ

উত্তর :
Ⓒ এন্ডোস্পার্ম

২. কিভাবে ক্যালসিয়াম কারবাইড আম পাকাতে সাহায্য করে?

Ⓐ বায়ুর আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ও ইথিলিন উৎপন্ন করে
Ⓑ বায়ুর আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ও ইথিন উৎপন্ন করে
Ⓒ বায়ুর আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ও অ্য়াসিটাল ডিহাইড রিলিজ উৎপন্ন করে যেটা ইথিলিন উৎপন্ন করে
Ⓓ এটি স্টার্চারের সাথে বিক্রিয়া করে ও অ্য়াসিটিলিন উৎপন্ন করে

উত্তর :
Ⓑ বায়ুর আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ও ইথিন উৎপন্ন করে

৩. কোনটি ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ নয়?

Ⓐ Late Blight of Potato
Ⓑ Soft rot
Ⓒ Ringworm
Ⓓ wheat rust

উত্তর :
Ⓑ Soft rot

৪. পদ্ম পাতায় কোথায় পত্ররন্ধ্র দেখা যায়?

Ⓐ পাতার কেবলমাত্র ওপরের তলে
Ⓑ পাতার কেবলমাত্র নিচের তলে
Ⓒ পাতার উভয় তলে
Ⓓ পাতায় কোনো পত্ররন্ধ্র থাকে না

উত্তর :
Ⓐ পাতার কেবলমাত্র ওপরের তলে

৫. উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?

Ⓐ স্টার্চ
Ⓑ চিনি
Ⓒ অ্যামাইনো অ্যাসিড
Ⓓ ফ্যাটি অ্যাসিড

উত্তর :
Ⓒ অ্যামাইনো অ্যাসিড

৬. নিম্নলিখিত কোনটি হাঁড়ের কাজ নয়?

Ⓐ পেশীর সংযুক্তির স্থান হিসেবে কাজ করা
Ⓑ দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির সুরক্ষা
Ⓒ হরমোন ক্ষরণ করা এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা
Ⓓ রক্তকণিকা উৎপাদন করা

উত্তর :
Ⓒ হরমোন ক্ষরণ করা এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা

৭. নিচের কোনটি কোষ বিভাজনের প্রক্রিয়া?

Ⓐ হেটারোসিস
Ⓑ ফিউশন
Ⓒ মিয়োসিস
Ⓓ এগুলি কোনোটিই নয়

উত্তর :
Ⓒ মিয়োসিস

৮. নিম্নলিখিত স্তন্যপায়ী প্রাণীগুলির মধ্যে সব থেকে বুদ্ধিমান কে?

Ⓐ তিমি
Ⓑ ডলফিন
Ⓒ হাতি
Ⓓ ক্যাঙ্গারু

উত্তর :
Ⓑ ডলফিন

৯. প্রোক্য়ারিওটিক কোষে কোনটি অনুপস্থিত?

Ⓐ নিউক্লিওলাস
Ⓑ কোষ পর্দা
Ⓒ পর্দা দ্বারা আবদ্ধ কোষাঙ্গানু
Ⓓ ওপরের সব কটি

উত্তর :
Ⓓ ওপরের সব কটি

১০. ১৮৩১ সালে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন?

Ⓐ রবার্ট হক
Ⓑ রবার্ট ব্রাউন
Ⓒ রুডলফ ভার্ভ
Ⓓ থিওডোর শাওয়ান

উত্তর :
Ⓑ রবার্ট ব্রাউন

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button