History MCQ Questions in Bengali

মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

Medieval Indian History MCQ Question Answer

মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো ১০টি মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর ।

১. দিল্লির কোন সুলতান প্রথম সিজদা প্রথা চালু করেন?

Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ আলাউদ্দিন খিলজী
Ⓒ গিয়াসুদ্দিন বলবন
Ⓓ মোহাম্মদ বিন তুঘলক

উত্তর :
Ⓒ গিয়াসুদ্দিন বলবন

২. শাহজাহান মুগল সিংহাসনে আরোহণ করেন

Ⓐ ১৬২৮ খ্রিস্টাব্দে
Ⓑ ১৬২৬ খ্রিস্টাব্দে
Ⓒ ১৬২৫ খ্রিস্টাব্দে
Ⓓ ১৬২৭ খ্রিস্টাব্দে

উত্তর :
Ⓐ ১৬২৮ খ্রিস্টাব্দে

আরও দেখে নাও৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers –  PDF

৩. ইবন বতুতা কার শাসন কালে ভারতে এসেছিলেন?

Ⓐ আলাউদ্দিন খিলজি
Ⓑ গিয়াসউদ্দীন তুঘলক
Ⓒ শের শাহ সুরি
Ⓓ মোহাম্মদ বিন তুঘলক

উত্তর :
Ⓓ মোহাম্মদ বিন তুঘলক

৪. সেন্ট থমাস কার রাজত্বকালে খ্রিস্টীয় ধর্ম প্রচার করতে ভারতে আসেন?

Ⓐ শেনুগুতানা (চেরা)
Ⓑ কারিকাল (চোল)
Ⓒ নেন্ডুজেলিয়ান (পান্ড্য়)
Ⓓ গোন্ডফার্নিস (পার্থিয়ান)

উত্তর :
Ⓓ গোন্ডফার্নিস (পার্থিয়ান)

৫. বিশ্ব বিখ্যাত “তখত-ই-তউস” (ময়ূর সিংহাসন ) কোন মুঘল ভবনে রাখা হয়েছিল?

Ⓐ দেওয়ান -ই-খাস, লালকেল্লা
Ⓑ আগ্রা ফোর্ট
Ⓒ লালকেল্লার রং মহল
Ⓓ দেওয়ান-ই -আম, লালকেল্লা

উত্তর :
Ⓐ দেওয়ান -ই-খাস, লালকেল্লা

আরও দেখে নাও৩০০০+ ইতিহাসের MCQ একত্রে 

৬. চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

Ⓐ গুজরাটের বাহাদুর শাহ ও হুমায়ুনের
Ⓑ হুমায়ুন ও শের শাহ সুরি
Ⓒ আকবর ও রানা প্রতাপ
Ⓓ জাহাঙ্গীর ও রানা অমর সিং

উত্তর :
Ⓑ হুমায়ুন ও শের শাহ সুরি

৭. নিম্নোক্ত শাসকদের মধ্যে কে প্রথমে ‘হজরাত-ই-আলা’ এবং পরবর্তীতে ‘সুলতান’ উপাধি লাভ করেছিল?

Ⓐ বহুলুল লোদী
Ⓑ সিকান্দার লোদী
Ⓒ শের শাহ সুরি
Ⓓ ইসলাম সুরি

উত্তর :
Ⓒ শের শাহ সুরি

৮. কে জাবতি প্রথা শুরু করেছিল?

Ⓐ আকবর
Ⓒ শের শাহ সুরি
Ⓒ অশোক
Ⓓ হর্ষবর্ধন

উত্তর :
Ⓐ আকবর

আরও দেখে নাও৭৫টি সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন

৯. নিজামউদ্দীন অুলিয়া ও নাসির উদ্দিন চিরাগ ছিলেন – 

Ⓐ সোহরাওয়ার্দী সুফি
Ⓑ নকশান্দি সুফি
Ⓒ সিলসিলা সুফি
Ⓓ চিসতি সুফি

উত্তর :
Ⓓ চিসতি সুফি

১০. কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা জয় করেছিলেন?

Ⓐ রাজরাজ চোল
Ⓑ রাজেন্দ্র চোল
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ বিক্রমাদিত্য

উত্তর :
Ⓑ রাজেন্দ্র চোল

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button