Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান – সেট ৪

Important Articles of Indian Constitution

১. বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে?

a. ১৫
b. ১৬
c. ১৮
d. ১৯

উত্তর :
d. ১৯

২. সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে?

a. ২৭
b. ২৮
c. ২৯
d. ৩০

উত্তর :
d. ৩০

৩. গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে?

a. ৩৯
b. ৪০
c. ৪২
d. ৪৪

উত্তর :
b. ৪০

৪. কোন প্রবন্ধ “সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার” জন্য?

a. ধারা ২৬
b. ধারা ২৭
c. ধারা ২৯
d. ধারা ৩০

উত্তর :
c. ধারা ২৯

৫. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়?

a. ৭২
b. ৬১
c. ৬৯
d. ৭৬

উত্তর :
b. ৬১

৬. কোন স্বাধীনতার অধিকারটিকে জরুরি অবস্থার সময়েও রদ করা যায় না?

a. ১৯(১)
b. ২০(২)
c. ২১
d. ২২

উত্তর :
c. ২১

৭. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো বিপদজনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ?

a. ২১
b. ২২
c. ২৩
d. ২৪

উত্তর :
d. ২৪

৮. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন ‘লেখ’ জারি করতে পারে?

a. ৩২(১)
b. ২২৬
c. ২৮৬
d. ৩২(৩)

উত্তর :
b. ২২৬

৯. নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট আছে?

a. তৃতীয় , ৫১ ( এ ) ধারায়
b. চতুর্থ, ২৩-২৪ ধারায়
c. চতুর্থ, ৩৬-৫১ ধারায়
d. তৃতীয়, ৩৬-৫১ ধারায়

উত্তর :
c. চতুর্থ, ৩৬-৫১ ধারায়

১০. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে?

a. ৪৬
b. ৪৭
c. ৪৮
d. ৪৯

উত্তর :
d. ৪৯

১১. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতবর্ষে বিচার-বিভাগকে শাসন-বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে?

a. ৪৪
b. ৪৮
c. ৪৯
d. ৫০

উত্তর :
d. ৫০

১২.. ভারতে কোনো কোনো রাজ্যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী চালু করা হয়েছে?

a. ৪১
b. ৪৯
c. ৫৩
d. ৪৩

উত্তর :
a. ৪১

১৩. মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি করে?

a. ৯৭, ৬৬ ,৪৭
b. ৯৭, ৬৬, ৪৬
c. ৯৯, ৬১, ৫২
d. ৯৯, ৬৬, ৪৯

উত্তর :
a. ৯৭, ৬৬, ৪৭

১৪. অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে?

a. ২৭০
b. ২৮০
c. ৩২৪
d. ২৯২

উত্তর :
b. ২৮০

১৫. ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে?

a. ১ টি
b. ২ টি
c. ৩ টি
d. ৪ টি

উত্তর :
c. ৩ টি

১৬. সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নম্বর ধারায় আলোচিত হয়েছে?

a. ৫৪ ও ৫৫
b. ৫৮ ০ ৫৯
c. ৭১
d. ৬০

উত্তর :
a. ৫৪ ও ৫৫

১৭. শাসনতন্ত্রের ৩৬০ ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কত দিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে?

a. এক মাস , ছয় মাস
b. এক মাস , এক বছর
c. দুই মাস, এক বছর
d. দুই মাস, অনির্দিষ্টকাল

উত্তর :
d. দুই মাস, অনির্দিষ্টকাল

১৮. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তাঁর কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শদানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে?

a. ৭৫(১)
b. ৭৪(১)
c. ৭৮
d. ৩২৯(এ)

উত্তর :
b. ৭৪(১)

১৯.ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিমকোর্টকে তার পূর্বঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে?

a. ১৩০
b. ১৩৭
c. ১৩৮
d. ১৩৯

উত্তর :
b. ১৩৭

২০. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাশ করে কোনো রাজ্যে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে?

a. ১৬৮(১)
b. ১৬৯
c. ১৭৩
d. ১৮৩

উত্তর :
b. ১৬৯

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button