QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫৩

Bengali Quiz – Set 53

১. Twitter এর লোগোতে আমরা যে পাখীটি দেখতে পাই তার নাম কি?

উত্তর :
Larry Bird ( Larry Bird হলেন আসলে একজন বাস্কেটবল খেলোয়াড় যিনি Twitter এর সহ-সংস্থাপক Biz Stone এর home-state team এ খেলেছিলেন)

২. গ্রহণের সময় সূর্যের কোন অংশটি দেখা যায়?

উত্তর :
করোনা

৩. প্রণব মুখার্জী রাষ্ট্রপতি হবার ঠিক আগে কোন পদে ছিলেন?

উত্তর :
অর্থমন্ত্রী

৪. “ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা ” কাকে বলা হয়?

উত্তর :
রাজা রামমোহন রায়

৫. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?

উত্তর :
চক্রবর্তী রাজা গোপালাচারী

৬. “God’s own country” কোন রাজ্যকে বলা হয়?

উত্তর :
কেরালা

৭. মানবদেহে বেশি তামা প্রবেশ করলে কোন রোগটি হয়?

উত্তর :
উইলসন

৮. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

উত্তর :
লিথিয়াম

৯. হৃদপিন্ডের পর্দার নাম কি?

উত্তর :
পেরিকার্ডিয়াম

১০. কলকাতা লীগ পর পর আট বার কোন দল জিতেছে?

উত্তর :
ইস্ট বেঙ্গল ( ২০১১ – ২০১৭)

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button