General Knowledge Notes in BengaliNotes

প্রশ্নোত্তরে পৃথিবী

The Earth - Questions & Answers

প্রশ্নোত্তরে পৃথিবী(The Earth – Questions & Answers)

১. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উত্তর :
শুক্র

২. পৃথিবীর গড় পরিধি কত?

উত্তর :
৪০,০০০ কি. মি.

৩. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

উত্তর :
১২, ৭৫৭ কি. মি.

৪. পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যসের পার্থক্য কত?

উত্তর :
৪৩ কি. মি.

৫. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?

উত্তর :
১৪ কোটি ৯৫ লক্ষ কি. মি.

৬. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উত্তর :
৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কি. মি.

৭. পৃথিবীতে পরিধি প্রথম কে নির্ণয় করেন?

উত্তর :
গ্রিক পন্ডিত এরাটস্থেনিস

৮. পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ?

উত্তর :
পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়েড

৯. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?

উত্তর :
৬,৪০০ কি. মি.

১০. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়?

উত্তর :
শুক্র

 COPYRIGHT © 2018 বাংলা কুইজ

১১. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়?

উত্তর :
২১শে জুন ও ২৩সে সেপ্টেম্বর

১২. পৃথিবীর কোন অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি?

উত্তর :
নিরক্ষীয় অঞ্চলে

১৩. পৃথিবীর কক্ষের পরিধি কত?

উত্তর :
প্রায় ৯৬ কোটি কি. মি.

১৪. কোন সময়ে পৃথিবী সূর্যের খুব কাছে চলে আসে?

উত্তর :
৩রা জানুয়ারী | একে অনুসূর বলে |

১৫. কোন সময়কে সূর্যের উত্তরায়ণ বলে?

উত্তর :
২২শে ডিসেম্বর এর পর থেকে ২১শে জুন পর্যন্ত

১৬. সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর :
৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড

১৭. কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়?

উত্তর :
২১শে জুন

১৮. কোন দিনকে মহাবিষুব বলে?

উত্তর :
২১শে মার্চ

১৯. পৃথিবী নিজ মেরুরেখার চারিদিকে কোনদিকে পাক খায়?

উত্তর :
পশ্চিম থেকে পূর্বে

২০. কলকাতায় পৃথিবীর গড় আবর্তন বেগ কত?

উত্তর :
১৫৩৬ কি. মি.

২১. বায়ুপ্রবাহ ও সম্মুদ্র স্রোত উত্তর গোলার্ধে কোন দিনে বেঁকে যায়?

উত্তর :
ডানদিকে

২২. পৃথিবীর গড় পরিক্রমণ বেগ কত?

উত্তর :
৩০ কি. মি. / সেকেন্ড

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button