History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ৩

History MCQ – Set 3 – Ancient History

১. সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরী?

a. পোড়া মাটির ইঁট
b. মাটি
c. কাঠ
d. পাথর

উত্তর :
a. পোড়া মাটির ইঁট

২. “বৈচিত্রের মধ্যে ঐক্য” – বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবোধকে কে একথা বলে অভিহিত করেন?

a. যদুনাথ সরকার
b. ভিনসেন্ট স্মিথ
c. বার্নিয়ে
d. জন মার্শাল

উত্তর :
b. ভিনসেন্ট স্মিথ

৩. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত?

a. দেবনাগরী
b. ব্রাম্হি ও খরোষ্ট্রি
c. সংস্কৃত
d. পালি

উত্তর :
b. ব্রাম্হি ও খরোষ্ট্রি

৪. হাতিগুম্ফা লিপি কার সময়ের?

a. কলিঙ্গরাজ খরবেলের
b. চালুক্যরাজ ২য় পুলকেশীর
c. রাষ্ট্রকূটরাজ ধ্রুবর
d. থানেশ্বর রাজ্ হর্ষবর্ধনের

উত্তর :
a. কলিঙ্গরাজ খরবেলের

৫. নাসিক লিপি কার?

a. সমুদ্রগুপ্ত
b. অশোক
c. ২য় পুলকেশী
d. সাতকর্ণীর

উত্তর :
d. সাতকর্ণীর

৬. হরিষেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে?

a. তৃতীয় কৃষ্ণ
b. সমুদ্রগুপ্ত
c. অশোক
d. রাজরাজ

উত্তর :
b. সমুদ্রগুপ্ত

৭. রবিকীর্তি প্রণীত “আইহোল প্রশস্তি” থেকে কার কৃতিত্বের কথা জানা যায়?

a. তৃতীয় গোবিন্দ
b. রাজেন্দ্র চোল
c. প্রথম মহেন্দ্রবর্মন
d. ২য় পুলকেশী

উত্তর :
d. ২য় পুলকেশী

৮. গিরনার শিলালিপি কার সঙ্গে যুক্ত?

a. রুদ্রদমন
b. চন্দ্রগুপ্ত মৌর্য
c. বিক্রমাদিত্য
d. গৌতমীপুত্র সাতকর্ণী

উত্তর :
a. রুদ্রদমন

৯. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত?

a. দেবপাল
b. শশাঙ্ক
c. লক্ষ্মণ সেন
d. হর্ষবর্ধন

উত্তর :
b. শশাঙ্ক

১০. মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত?

a. সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
b. লাহোরে
c. পাঞ্জাবের মন্টগোমারিতে
d. লোথালে

উত্তর :
a. সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button