QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪১

Bengali Quiz – Set 41

১. নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর :
দাবা

২. টোটো উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে ?

উত্তর :
পশ্চিমবঙ্গে

৩. সাদা বিষ (White Poison) কাকে বলা হয় ?

উত্তর :
চিনি

৪. ফাদার অফ পিঙ্ক রেভলিউশন কে ?

উত্তর :
দুর্গেশ প্যাটেল

৫. ফ্লাইং ফক্স কাকে বলা হয় ?

উত্তর :
বাদুড়়

৬. “Touch the Sky with Glory” – কাদের মোটো ?

উত্তর :
ভারতীয় বায়ুসেনা (IAF)

৭. লোকসভায় তপশিলি উপজাতির (Schedule tribe) জন্য সবথেকে বেশি আসন সংরক্ষিত কোন রাজ্যের জন্য ?

উত্তর :
মধ্যপ্রদেশ

৮. “Man is born free, and everywhere he is in chains”- কার উক্তি ?

উত্তর :
জাঁ জ্যাক রুশো (Jean-Jacques Rousseau)

৯. রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ি কোথায় ?

উত্তর :
বীরভূমের মিরাটি, কীর্ণাহার

১০. স্কটল্যান্ড অফ দা ইস্ট কাকে বলা হয় ?

উত্তর :
শিলং

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button