QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩০

Bengali Quiz – Set 30

১. কোন মার্কিন প্রেসিডেন্ট “Watergate” কেলেঙ্কারির সাথে জড়িত?

উত্তর :
রিচার্ড নিক্সন

২. ক্যালেন্ডারের বার অনুযায়ী কোন দুটো মাস হুবহু একই থাকে?

উত্তর :
এপ্রিল-জুলাই

৩. “খোকা ঘুমালো পাড়া জুড়ালো,বর্গী এল দেশে”-এই বর্গী বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তর :
মারাঠা দস্যু

৪. ভারতের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? এটা কোথা থেকে কতদুর অবধি বৃস্তিত?

উত্তর :
বিবেক ট্রেন রুট।(ডিব্রুগড়-কন্যাকুমারী)

৫. মহামতী কার ছদ্মনাম?

উত্তর :
গোপালকৃষ্ণ গোখলে

৬. মহাক্ষত্রক কার উপাধি?

উত্তর :
নহপান

৭. পুনা সেবা সদন প্রতিষ্ঠা করেন কে?

উত্তর :
রামবাঈ রানাডে ও জি.কে.দেবধর

৮. ধৌরা কি?

উত্তর :
ইহুদিদের ধর্মগ্রন্থ

৯. বৈদিক যুগে খাদি বলতে কি বোঝানো হত?

উত্তর :
আংটি

১০. সবথেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী কোনটি?

উত্তর :
Shrew

To check our latest Posts - Click Here

Telegram

Krishnendu Saha

Quiz Enthusiast and Active author of BanglaQuiz.in

Related Articles

দেখে নাও
Close
Back to top button