History NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন রাজার সভাকবি | বিভিন্ন রাজা ও সভাকবিদের তালিকা – PDF

Court poets of different kings in Indian History

বিভিন্ন রাজার সভাকবি তালিকা

কোন কবি কোন রাজার সভাকবি ছিলেন সেটি মনে রাখা যেমন কঠিন, ঠিক তেমনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম এর জন্য মনে রাখাও খুব জরুরি | মনে রাখার সুবিধার্থে সভাকবি ও তাদের পৃষ্ঠপোষোক রাজাদের নাম ছকের মাধ্যমে দেওয়া রইলো | বিভিন্ন রাজার সভাকবিবিভিন্ন রাজা ও সভাকবিদের তালিকা |

বিভিন্ন রাজা ও সভাকবিদের তালিকা

সভাকবিরাজা
কালিদাসবিক্রমাদিত্য
বাণভট্টহর্ষবর্ধন
ধোয়ী, হলায়ূধ, জয়দেবলক্ষ্মণ সেন
হরিষেনসমুদ্রগুপ্ত
অলবিরুনিগজনীর মামুদ
কবীন্দ্র পরমেশ্বরপরাগল খাঁ
হলধর মিশ্রনরসিংহ দেব
জিয়াউদ্দিন বরণীফিরোজ শাহ তুঘলক
সন্ধ্যাকর নন্দীমদন পাল
ফিরদৌসসুলতান মামুদ
নাগার্জুন, অশ্বঘোষকনিষ্ক
রবিকীর্তিচালুক্যরাজ দ্বিতীয় পুলোকেশী
আবুল ফজলআকবর
আমির খসরুআলাউদ্দিন খলজি
অলবিরুনিমামুদ গজনি
চাঁদ বরদইপৃথ্বীরাজ চৌহান
বারুপতি, ভবভূতিকনৌজরাজ যশোবর্ধন
সোমদেবদ্বিতীয় পৃথ্বীরাজ
পরমানন্দ শিবাজী
পণ্ডিত গঙ্গাধর মিশ্রসম্বলপুরের রাজা বালিয়ার সিং
আল্লাসানি পেদ্দানকৃষ্ণদেব  রায়
রামপ্রসাদ সেননদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র
ভবভূতিযশোবর্ধন
সোমদেবদ্বিতীয় পৃথ্বীরাজ
  বিভিন্ন রাজা ও সভাকবিদের তালিকা

আরো দেখে নাও :

এই নোটটির PDF ফাইল ডাউনলোড অপসন নিচে দেওয়া রইলো ।

Download Section 

  • File Name : বিভিন্ন রাজার সভাকবি
  • File Size : 200 KB
  • No. of Pages : 01
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : History

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button