QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৮

Bengali Quiz – Set 28

১. ওস্তাদ বিসমিল্লা খান কিসের সাথে যুক্ত?

উত্তর :
সানাই

২. “‎শতরঞ্জ কি খিলারি” সত্যজিৎ রায়ের সিনেমাটি কোন লেখকের গল্পের ভিত্তিতে তৈরি?

উত্তর :
মুন্সি প্রেমচাঁদ

৩. ‎শেরসাহের সমাধি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :
বিহার ( বিহারের সাসারামে)

৪. ‎হামপি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :
কর্ণাটক

৫. ‎পুনরুজ্জীবন প্রকল্প কোন রাজ্য চালু করলো?

উত্তর :
পশ্চিমবঙ্গ

৬. পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা ক্রেম পুরী কোথায় অবস্থিত?

উত্তর :
মেঘালয়

৭. ভারতের কোথায় প্লাস্টিক পার্ক গড়ে তোলা হবে?

উত্তর :
ঝাড়খন্ড

৮. আন্তর্জাতিক বন দিবস কবে?

উত্তর :
২১ সে মার্চ

৯. ভারতের কোন রাজ্য 18 তম রাজ্য হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করলো?

উত্তর :
মহারাষ্ট্র

১০. সরুহাসি প্রাইজ কাদের দেওয়া হয়?

উত্তর :
জাপানের মহিলা ন্যাচারাল সায়েন্টিস্টস দের

To check our latest Posts - Click Here

Telegram

Shibasish Mondal

Quiz Enthusiast and Active author of banglaquiz.in

Related Articles

দেখে নাও
Close
Back to top button