QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৭

১. ভারতের কোন উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থাকাকালীন মারা যান?

উত্তর :
কৃষাণ কান্ত

২. কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়?

উত্তর :
১৯৩৭

৩. নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্মোধন করেন?

উত্তর :
ক্ষেত্রীর মহারাজ অজিত সিং

৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বপ্রথম বিশ্বকবি বলে কে সম্মোধন করেন?

উত্তর :
ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৫. ভারতের শ্বেতবিপ্লবের জনক কাকে বলা হয়?

উত্তর :
ভার্গিস কুরিয়েন ( Verghese Kurien )

৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম কি?

উত্তর :
সমাচার দর্পন ( সাপ্তাহিক )

৭. বিশ্বের প্রাচীনতম ক্রীড়া হিসেবে কোন খেলাটিকে ধরা হয়?

উত্তর :
কুস্তি

৮. Lexicographer এর কাজ কি ?

উত্তর :
অভিধান ( Dictionary ) সংকলন করা

৯. মুশির্দাবাদের সদর বহরমপুরে লালদিঘি নামে পরিচিত সরোবরটির আসল নাম কি?

উত্তর :
সুভাষ সরোবর

১০. কোন সিনেমার শুটিং চলাকালীন সালমান খান কৃষ্ণসার হরিণ শিকার করেন?

উত্তর :
হাম সাথ সাথ হ্যায়

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button