QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৬

১. “বাংলার বিশ্বকর্মা” – নামে কে পরিচিত?

উত্তর :
রাজেন্দ্রনাথ মুখার্জী

২. দলীপ সিং রানা কি নামে বেশি পরিচিত?

উত্তর :
দা গ্রেট খালি ( The Great Khali )

৩. চীনারা “Zhu Zhen Dan” নামে কাকে ডাকতেন?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

৪. ১৯৪৫ সালে ৬ই অগাস্ট হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি?

উত্তর :
লিটল বয় (Little Boy )

৫. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

উত্তর :
ইরাক

৬. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?

উত্তর :
টারটারিক অ্যাসিড

৭. ব্রেইল ( অন্ধদের লেখার পদ্ধতি) অক্ষর গুলি লেখার জন্য সব থেকে বেশি কতগুলি বিন্দু ব্যবহার করা হয়?

উত্তর :

৮. ভারতের কত টাকার নোটের ওপরে মঙ্গল যানের ছবি রয়েছে?

উত্তর :
২০০০ টাকার

৯. ভারতের রকেট ম্যান কাকে বলা হয়?

উত্তর :
কে. সিভান

১০. তালাচাবির শহর ভারতের কোন শহরকে বলে?

উত্তর :
আলিগড়

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button